মহানগর ল’ কলেজে নতুন কমিটি, সভাপতি শরীফ ও সাধারণ সম্পাদক হাবিব

আপডেট: জানুয়ারি ৫, ২০২৩
0

নিজস্ব প্রতিবেদক: সারাদেশের আইনের শিক্ষার্থীদের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী সংগঠন ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’ এর সাংগঠনিক কার্যক্রম বেগবান ও গতিশীল করার লক্ষে সংগঠনটির কেন্দ্রীয় সভার সিদ্ধান্ত মোতাবেক মহানগর ল’ কলেজ শাখার পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মো. নাজমুল হক শরীফ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান নির্বাচিত হয়েছেন।

সোমবার (৩ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচাস্থ মহানগর ল’ কলেজের নবীন বরণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি মো. সেলিমুর রহমান (সেলিম) ও সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মোল্লা (মশিউর) স্বাক্ষরিত আগামী ১ বছরের জন্য মহানগর ল’ কলেজ শাখার আংশিক নুতন কমিটি ঘোষনা করা হয়। আজ প্রতিবেদককে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. আতাহার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা এবং বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী এডভোকেট লায়েকুজ্জামান মোল্লা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুন নূর দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর ল’ কলেজের উপাধ্যক্ষ খান নূরে খোদা, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সভাপতি মো. সেলিমুর রহমান (সেলিম) ও সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মোল্লা (মশিউর)সহ মহানগর ল’ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মহানগর ল’ কলেজের বিলুপ্ত কমিটির সভাপতি মো. খলিল উদ্দিন ফরিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রিয়াজ উদ্দিন খান রিয়াজের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন খান রিয়াজ, ঢাকা মহানগর উত্তর বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক নাদিমুল ইসলাম-সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন ল’ কলেজ/বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক-সহ অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মহানগর ল’ কলেজ শাখার নতুন কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোহাম্মদ ওসমান গনি, শিরিনা আক্তার তমা, মো. শওকত হোসেন, প্রিডিশন প্রধান, জান্নাতুল ফেরদৌস শাহানা, মো. হযরত আলী; যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ লিয়াকত আলী, আব্দুর রউফ, মো. রাকিব আহমেদ। সাংগঠনিক সম্পাদক পদে যথাক্রমে দিলীপ দাস, মোহাম্মদ মাকসুদুর রহমান, আইন বিষয়ক সম্পাদক তাপস সাহা, মহিলা বিষয়ক সম্পাদক রোকসানা আক্তার, কার্যনির্বাহী সদস্য পদে যথাক্রমে আব্দুল কাদের, হাবিবুর রহমান, নাসরিন আক্তার মনোনীত হয়েছেন।

মহানগর ল’ কলেজ শাখার নব-নির্বাচিত সভাপতি মো. নাজমুল হক শরীফ জানান, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা, আইনজীবী সমাজের আস্থার ঠিকানা, সিনিয়র আইনজীবী জননেতা এডভোকেট মো. লায়েকুজ্জামান মোল্লার নির্দেশনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করে সকল ভেদাভেদ ভুলে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বর্তমান সভাপতি মো. সেলিমুর রহমান (সেলিম) ও সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মোল্লা মশিউরের নেতৃত্বে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান করেন। নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ডিজিটাল বাংলাদেশের রুপকার, মানবতার নেত্রী, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে অগ্রণী ভূমিকা পালন করতে আমরা কাজ করবো।

এদিকে, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের মহানগর ল’ কলেজের নতুন কমিটিতে সাধারণ ছাত্র-ছাত্রীদের আস্থার প্রতীক, ছাত্রনেতা মো. নাজমুল হক শরীফ’কে সভাপতি ও ছাত্রনেতা মোহাম্মদ হাবিবুর রহমান’কে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় মহানগর ল’ কলেজে ছাত্র-ছাত্রীদের মাঝে আনন্দ-উল্লাস শুরু হয়। সবার মাঝে উচ্ছ্বাস দেখা দেয়।