মাদরাসা শিক্ষার প্রসারে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে—চরফ্যাশনে জমিয়ত নেতৃবৃন্দ

আপডেট: জুন ১২, ২০২১
0

মোঃ সিরাজুল ইসলাম চরফ্যাশন প্রতিনিধি।।
মাদরাসা শিক্ষার প্রসারে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে,বেতনবৈষম্য নিরসন বিজ্ঞান ভিত্তিক কারিকুলাম প্রনয়ন, জনবল কাঠামো পরিবর্তনসহ নানাবিধ কর্মকান্ড এ সরকারের আমলে পরিচালিত হয়েছে।এতে করে এদেশের হাজারো মাদরাসার শিক্ষকরা উপকৃত হয়েছে।আজ চরফ্যাসন উপজেলা জমিয়তের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে চরমাদ্রাজ ফাযিল মাদরাসার পক্ষ থেকে আয়োজিত সংবধর্না সভায় বক্তারা এ কথ বলেন।

চরমাদ্রাজ ফাযিল মাদরাসার অধ্যক্ষ নাজিমুদ্দিন হুমায়ুন সরমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা জমিয়তের সভাপতি অধ্যক্ষ আবদুল খালেক।বিশেষ অতিথি ছিলেন মাদরাসার গভর্নিংবডির সভাপতি এডভোকেট আমিনুল ইসলাম সরমান,চরফ্যাসন উপজেলা জমিয়তের সভাপতি অধ্যক্ষ মাওঃমূঈনুদ্দিন।প্রধান বক্তা ছিলেন উপজেলা জমিয়তের সাধারন সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান, অন্যান্যদের মধ্যে উপাধ্যক্ষ শরিফ মোঃ মনিরুল ইসলাম,অধ্যক্ষ সামছুদ্দিন শাহজাহান,অধ্যক্ষ মহিবুল্যাহ,অধ্যক্ষ নুরুদ্দিন,অধ্যক্ষ আইয়ুব আলী,সুপার মাওঃশিহাব উদ্দিন,মাওঃছালেহ উদ্দিন,মাওঃছালাহ উদ্দিন,মাওঃআবু তাহের, মাওঃআমির হোসেন,মাওঃরফিকুল ইসলাম আছলামী,জমিয়ত নেতা ফারুক হোসেন মিলন,আলমগীর হোসেন টিপু,মোঃমিজানুর রহমান,ইন্জিনিয়ার সহিদুল ইসলাম,অধ্যাপক মিজানুর রহমান,ইকবাল হোসেন,মাছুম সরমান প্রমুখ।