মিলিয়ন ডলারে বিক্রি হলো মোহাম্মদ আলীর আঁকা ছবি

আপডেট: অক্টোবর ৭, ২০২১
0

বিশ্বের সর্বকালের অন্যতম সেরা হেভিওয়েট মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর আঁকা কিছু ছবি সম্প্রতি নিলামে তোলা হয়েছিল। সেখানে সেই ছবিগুলো ১০ লাখ ডলারে বিক্রি হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, সম্প্রতি নিউইয়র্কভিত্তিক নিলাম সংস্থা বোনহামস অকশন হাউসে মোহাম্মদ আলীর ২৬ টি চিত্রকর্ম নিলামে তোলা হয়।

এসব চিত্রকর্মের মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে ‘মৌমাছির মতো দংশন’ (স্টিং লাইক এ বী) পেইন্টিংটি।
একজন ক্রেতা ছবিটি ৪ লাখ ২৫ হাজার ডলারে কিনে নিয়েছেন।

মোহাম্মদ আলীর আসল নাম ছিল ‘ক্যাসিয়াস মার্সেলাস ক্লে জুনিয়র’। তিনি ১৯৪২ সালে যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিলা শহরে জন্মগ্রহণ করেন।
১৯৬৪ সালে মাত্র ২২ বছর বয়সে তৎকালীন হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন সলি লিস্টনকে পরাজিত করে বিশ্বসেরা হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতে হৈ-চৈ ফেলে দেন তিনি।

পরের বছর ১৯৬৫ সালে নেশন অব ইসলাম নামের সংস্থায় যোগ দিয়ে তিনি নিজের নাম পরিবর্তন করে মোহাম্মদ আলী রাখেন। ১৯৭৫ সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।