মিশা সওদাগর সম্প্রতির অনন্য উদাহরণ

আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২২
0

মাহবুব আলম চৌধুরী

দৃশ্যটি অকল্পনীয় ছিলো সাধারনত এমন হয় না এমন দেখা যায় না তা–ই দেখিয়েছেন খল অভিনেতা মিশা সওদাগর।

পর্দার খল-চরিত্রের বিপরীতে বাস্তব দৃশ্য দেখিয়ে তিনি আজ শান্তি আর সম্প্রতির অনন্য এক উদাহরণ দেখালেন যা অকল্পনীয়।

বিরোধের দীর্ঘ রেখার পর ইলিয়াস কাঞ্চনকে সভাপতি হিসেবে শপথ বাক্য পাঠ করিয়ে দৃষ্টান্ত দেখালেন ও ভোটে পরাজিত হয়ে বিজয়ী প্রার্থীর পাশে দাঁড়িয়ে চমকে দিলেন দেশবাসীকে।

আজ ঠিক সাড়ে পাঁচটার পরে বেরিয়ে এলেন খল অভিনেতা মিশা সওদাগর।
অনেকে মিশা সওদাগরের উপস্থিতিতে উচ্ছ্বাস প্রকাশ করেন ও করতালি দিয়ে তাঁকে স্বাগত জানান সহকর্মীরা।

মিশা সওদাগর বক্তব্যে বলেন আপনাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা।
বিশেষ করে যারা আজ বিজয়ী হয়েছেন তাঁদের জন্য শুভ কামনা।

আমি বরাবরই বলে থাকি শিল্পী সমিতির নির্বাচন মানে পালাবদলের পালা।
আমাদের সদস্য বৃন্দ যাকে রায় দেবেন তাঁর গলায় মালা দিতে হবে এবং আমাদের পালাবদলের অনুষ্ঠান হয়ে গেছে।

এই সময় তিনি উপস্থিত সবাইকে অনুরোধ জানিয়ে বলেন যে পেছনের দিকে কী ঘটেছে সেদিকে আমরা না তাকাই,
পেছনে কী ঘটেছে সেদিকে তাকাব না,
আমরা আজ থেকে ভবিষ্যতে কীভাবে সুন্দর সমৃদ্ধ শিল্পী সমিতি গড়ে তোলা যায় সে দিকে লক্ষ করব এবং সেই ব্যবস্থা আমরাই করব।

এবার সভাপতি হয়েছেন আমাদের প্রাণপ্রিয় ইলিয়াস কাঞ্চন ভাই আপনাকে অনুরোধ করব সবাইকে নিয়ে এমন কাজ করবেন এমন দৃষ্টান্ত উপস্থাপন করবেন যা আগে হয়নি।

সবার মধ্যে কোনো বাধা যেন না থাকে সেদিকে খেয়াল রাখবেন।

আমি বিশ্বাস করি আপনি আলোকিত মানুষ।
আপনার আলোয় সমগ্র শিল্পী সমাজ আলোকিত হবে।সেই বিশ্বাস আমার আছে বলেও মিশা সওদাগর বলেন।

আজকে খল-নায়ক মিশা সওদাগর যে সওদা করেছেন বাংলার মানুষের কাছে একাধিক মানবিক বার্তা দিয়ে সমাজে দৃষ্টান্ত তৈরী করলেন।

এমন দৃষ্টান্ত দেখালেন যা দেশ ও জাতির এবং বাংলার সকল রাজনৈতিক নেতা-নেত্রীবৃন্দের জন্যে খুবই গুরুত্বপূর্ণ মনে করি।