মেঘনা নদীর চর পাতিলায় ট্রলার ডুবি ঘটনায় আরোও ০১ জনের মৃতদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড

আপডেট: অক্টোবর ১৯, ২০২১
0

গত ১৭ অক্টোবর ২০২১ বিকালে ভোলা জেলার চর পাতিলা এলাকায় যাত্রী ও মালামালবাহী ১ টি ইঞ্জিন চালিত কাঠের ট্রলার বৈরী আবহাওয়া ও ঝড়ের কবলে পড়ে ০৯ জন যাত্রীসহ ডুবে যায়।

পরবর্তীতে ট্রলারে থাকা ৯ যাত্রীর মধ্যে ০৬ জন যাত্রীকে জীবিত ও ০১ জন শিশুর মৃতদেহ উদ্ধার করে কোস্ট গার্ড দক্ষিন জোন। উক্ত দূর্ঘটনায় নিখোঁজ ০২ জন ব্যক্তির মধ্যে ১ জনের মৃতদেহ অদ্য সকালে উদ্ধার করে কোস্ট গার্ড ।

এছাড়াও নিখোঁজ আরেকজন ব্যক্তিকে উদ্ধারের নিমিত্তে অভিযান অব্যাহত রেখেছে কোস্ট গার্ড।