মোদিকে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট, ঠাকুরগাঁওয়ে কিশোর আটক

আপডেট: মার্চ ২১, ২০২১
0

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার অভিযোগে এক কিশোরকে আটকের পর রোববার আদালতে হাজির করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

কিশোরটিকে ঠাকুরগাঁও থেকে শনিবার বিকেলে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় গ্রেফতার করা হয়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কটুক্তি করার জের ধরে এর আগেও বাংলাদেশে একজনকে আটকের ঘটনা ঘটেছে।

কিশোর আটকের ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভিরুল ইসলাম বিবিসিকে বলেন, বালিয়াডাঙ্গী এলাকার বাসিন্দা কিশোরটি ফেসবুকে চার মিনিটের একটি ভিডিও আপলোড করে, যেখানে শুধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়, বরং বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রীকে নিয়েও কটাক্ষ করা হয়েছে।

ওই কিশোর বিরুদ্ধে ফেসবুকের মাধ্যমে উত্তেজনাকর তথ্য ছড়ানোর চেষ্টা করেছিল বলে অভিযোগ করেন তানভিরুল ইসলাম।

পুলিশ জানাচ্ছে, জিজ্ঞাসাবাদ কিশোরটি তাদের বলেছে যে, সে ফেসবুকে লাইক, কমেন্ট আর শেয়ার পাওয়ার জন্য ভাইরাল হওয়ার উদ্দেশ্যে ওই ভিডিও আপলোড করেছে।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী ২৬ মার্চ দুই দিনের সফরে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

এমন সময় কিশোরটিকে আটক করা হলো যখন ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশের সফর নিয়ে পক্ষে বিপক্ষে নানা অবস্থান তৈরি হয়েছে।

অনেকেই মোদির বাংলাদেশে আগমনের বিরোধীতা করছেন। কয়েকটি গোষ্ঠি বিক্ষোভ প্রদর্শনও করেছে।

যে আইনে কিশোরটিকে গ্রেফতার করা হয়, সেই ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে বাংলাদেশে ব্যাপক বিতর্ক আছে।

এই আইনে আটক একজন লেখক মুশতাক আহমেদ গত মাসে কারাগারে থাকা অবস্থায় মৃত্যুবরণ করার পর বাংলাদেশে অনেকেই নতুন করে দাবি তোলেন আইনটি সংস্কারের।

পরে আইনমন্ত্রী বিবিসিকে বলেছিলেন আইনটি কিছু সংস্কারের কথা ভাবছেন তারা।

মুশতাক আহমদে ১০ মাসের বেশি সময় কারাগারে ছিলেন এবং তার জামিন আবেদন কমপক্ষে ছয়বার প্রত্যাখ্যান করা হয়েছিল।

এর কিছুদিন পর আরেকজন ব্যক্তি আহমেদ কবির কিশোর নামে এক কার্টুনিস্টকে জামিনে মুক্তি দেয়া হয়, যাকে মুশতাক আহমেদের সাথেই গ্রেফতার করা হয়েছিল এবং তাকে জামিন দেয়া হয়েছিল ১০ মাস পর সপ্তমবারের জামিন আবেদনের পর।

কার্টুনিস্ট কিশোর কবির কারাগার থেকে মুক্তি লাভের পর তাকে প্রথম যারা আটক করেছিল তাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন এবং এই অভিযোগে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলাও দায়ের করেন আদালতে।

ঢাকার নিম্ন আদালত সেই মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআইকে তদন্ত করতে বলেছে।

ময়মনসিংহের এক যুবককে আটক করে কারাগারে পাঠানো হয়েছিল গত বছর এই সময়েই।

গতবছর মার্চ মাসেও নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে আসার কথা ছিল শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে অংশগ্রহণ করার জন্য। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে শেষ পর্যন্ত সফর বাতিল করেন মোদি।

সূত্র : বিবিসি