মোদী বিরোধী বিক্ষোভে পুলিশের হামলায় ভিপি নুরসহ আহত প্রায় ২০

আপডেট: মার্চ ২৫, ২০২১
0
file photo

রাজধানীর মতিঝিল শাপলাচত্বর এলাকায় পুলিশের সঙ্গে যুব অধিকার পরিষদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী মিছিলে পুলিশ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া যায়।

এসময় ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর আহত হয়েছেন বলে জানান ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ। তিনি বলেন, আমাদের ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন ও আটক হয়েছেন ৭ থেকে ৮ জন।

আজ বৃহস্পতিবার যুব অধিকার পরিষদের এই মোদি বিরোধী বিক্ষোভে পুলিশ অতর্কিত পিছন থেকে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও ফাঁকা গুলি ছুঁড়েছে বলে জানান ছাত্র অধিকার পরিষদের নেতা মো. মশিউর রহমান।

তিনি আরও বলেন, আমরা মতিঝিল শাপলা চত্ত্বর পার হচ্ছিলাম এই সময় এই ঘটনা ঘটে। এখান থেকে শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানীকে আটক করা হয়েছে।