ম্যারাডোনা ও রোনালদোকে ছুঁলেন লিওনেল মেসি

আপডেট: নভেম্বর ২৭, ২০২২
0

বিশ্বকাপে ম্যারাডোনার ২১ ম্যাচে গোলসংখ্যা ৮টি। সমান সংখ্যক ম্যাচে মেসিরও গোল সংখ্যা একই, ৮টি। আগামী ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেই বিশ্বকাপে আলবিসেলেস্তেদের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়বেন এই ফুটবল মহাতারকা।

মেসি ম্যাজিকে ২-০ গোলের জয়ে বিশ্বকাপে টিকে রইলো দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি সতীর্থ খেলোয়াড় এনজো ফার্নান্দেজকে দিয়ে করিয়েছেন আরেকটি গোল।

মেক্সিকোর বিপক্ষে গোল করেই স্বদেশী কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনার রেকর্ড স্পর্শ করেন লিওনেল মেসি। সেইসাথে, পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর গড়া বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ৭টি ম্যাচ সেরার খেতাবে ভাগ বসালেন মেসি। যমুনাটিভি

ফুটবল বিশ্বকাপে আর্জেন্টাইন হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন হ্যান্ড অব গড’ খ্যাত আর্জেন্টাইন লেজেন্ড ম্যারাডোনা। চারটি বিশ্বকাপ মিলিয়ে মোট ২১টি ম্যাচ খেলেছেন তিনি। মেক্সিকোর বিপক্ষে বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেই ম্যারাডোনার রেকর্ডে ভাগ বসালেন মেসি। আকাশি-সাদা জার্সিতে মেসির ম্যাচ সংখ্যা ২১টি।