ময়মনসিংহের ত্রিশালে সঞ্জীবনের উদ্যোগে আবুল মনসুর আহমদের মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট: মার্চ ১৮, ২০২১
0

এনামুল হক,ময়মনসিংহ:-
উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৯ সালের আজকের এ দিনে মৃত্যুবরণ করেন আধুনিক ও প্রগতিশীল সাংবাদিকতার এই অগ্রপথিক।
বৃহস্পতিবার( ১৮ মার্চ) সন্ধ্যায় সঞ্জীবন যুব সংস্থার উদ্যোগে ত্রিশাল অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডা. এনামুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভাটির সঞ্চালনা করেন সঞ্জীবন যুব সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সভাপতি ফাহিম আহম্মেদ মন্ডল।
অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা এটিএম মনিরুজ্জামান।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জামালউদ্দিন শামীম, চেনেল ফোর এর ত্রিশাল প্রতিনিধি মো. মনির হোসেন প্রমুখ।
দোয়া মাহফিলে আবুল মনসুর আহমদ স্মরণে ত্রিশালে প্রতিবছর একটি বইমেলা আয়োজনের প্রস্তাব করা হয় এবং দ্রুত এ ব্যাপারে কর্তৃপক্ষের নিকট দাবি পেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।