যদি পারো রাতের জোয়ারে সাগরে পা বাড়াও

আপডেট: জুন ৪, ২০২৩
0

ডা. জাকারিয়া চৌধুরী

ধরো, আমি গেল দুই যুগ নত ছিলাম
সয়েছি। মরা গাংগের মত বয়েছি,
চৈত্রের শেষ বিকেলেও চিকচিক করে,
অজানার পথে হেটেছি। হাটুজলও এক সময়
তপ্ত হয়ে উঠেছে। আমি সয়েছি,
আমি পুড়ে পুড়ে খাক হয়ে গেছি।

দেহের ছাল বাকল উঠে গেছে, আমি চুপ থেকেছি।
গেল ছাব্বিশ বসন্ত আমি একবারও দেখিনি,
কখন বসন্ত এসে চলে গেছে।
আমি একটা রাতও রাত হিসেবে ভাবতে পারিনি,
কাজ শেষে দেখেছি ভোর হয়ে গেছে।
আমি ভেবেছিলাম-
এবার অন্ততঃ তোমরা নত হবে।

অথচ তোমরা উদ্ধত হয়েছো,
তোমরা কি একবারও দেখোনি,
খরস্রোতা নদীর মাটিতেও ঘা হয়,
তোমরা কি কেউ কখনো মাটির কান্না শুনোনি ?

তোমাদের কেউ কখনো কি সত্যিই নত হতে শেখোনি !!
তোমরা কেউ কি কখনো সিদ্ধার্থ হতে চাওনি?
আজকের পুর্নিমা দেখেছো কেউ? কেউ দেখোনি ?
যাও দেখে এসো।

পবিত্র হও; সিদ্ধার্থ হয়ে ফিরে এসো।
আর যদি তা না পারো,
সাহস দেখাও, খুব সামান্য সাহস দেখাও।
যদি পারো রাতের জোয়ারে সাগরে পা বাড়াও….