যশোরের পুটখালী সীমান্ত থেকে ২ কোটি টাকা মূল্যের ২০টি স্বর্ণের বারসহ ১ স্বর্ণ পাচারকারী আটক

আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২২
0

বিজিবি’র খুলনা ব্যাটালিনের অভিযানে যশোরের পুটখালী সীমান্ত থেকে ২ কোটি টাকা মূল্যের ২.৩৩৩ কেজি ওজনের ২০টি স্বর্ণের বারসহ ০১ জন স্বর্ণ পাচারকারী আটক করা হয়েছে।

অদ্য ১৭ সেপ্টেম্বর ২০২২ তারিখ বিজিবি’র খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, যশোরের পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এর নেতৃত্বে পুটখালী বিওপি’র একটি টহলদল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৬৮ আর পিলার হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী বালুন্ডা মহিষাকুড়া ব্রীজের পার্শ্বে পাকা রাস্তার উপর তল্লাশি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল ২,০০,৬৩,৮০০/- (দুই কোটি তেষট্টি হাজার আটশ) টাকা মূল্যের ২.৩৩৩ কেজি ওজনের মোট ২০ পিস স্বর্ণের বারসহ স্বর্ণ পাচারকারী মোঃ হৃদয় হোসেন (২৩), পিতা-মোঃ রেজাউল ইসলাম, গ্রাম-কাগজ পুকুর, ডাকঘর-বেনাপোল, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর’কে আটক করতে সক্ষম হয়। উক্ত স্বর্ণের বারগুলো আটককৃত ব্যক্তির বাম হাতে থাকা টিয়া রঙের শপিং ব্যাগের মধ্যে অভিনব কায়দায় লুকায়িত ছিল। আটককৃত ব্যক্তি স্বর্ণের বারগুলো সাতক্ষীরা মোড় নামক স্থান থেকে জনৈক অজ্ঞাত ব্যক্তির নিকট হতে সংগ্রহ করে পুটখালী সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল বলে স্বীকার করেন।

এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।