যারা রাম-রহিমকে আলাদা করে, তাদের খেলা শেষ হবে– মোদীকে উদ্দেশ্য করে চিত্রনায়ক দেব

আপডেট: মার্চ ২১, ২০২১
0

ভারতের পশ্চিমবঙ্গ নিয়ে রাজনৈতিক তরজায় এবার মোদীকে এক হাত নিলেন বর্তমান এমএলএ ও চিত্রনায়ক দেব। তিনি মোদীকে উদ্দেশ্য করে বলেন, ধর্ম নিয়ে রাজনীতির খেলা শেষ ,রাজ্যের মানুষকে ভাল রাখার জন্য শান্তি এবং উন্নয়নের খেলা হবে।

শনিবার দুপুরে সাগর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বঙ্কিম হাজরার সমর্থনে নির্বাচনী জনসভায় বিজেপি-র উদ্দেশে এমন বার্তাই দিলেন দেব।

দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরে গিয়ে জনসভা করেন তিনি। কৃষ্ণনগর গাঁধীা স্মৃতি ফুটবল ময়দানে এই সভা থেকে নাম না করে লাগাতার বিজেপি-কে বিঁধলেন অভিনেতা তথা রাজনীতিক। তাঁর কথায়, “মানুষকে ভালো রাখা, শান্তিতে রাখার খেলা হবে। বন্ধুত্বের খেলা হবে, উন্নয়নের খেলা হবে, চাকরির খেলা হবে।

আর যারা রাম-রহিমকে আলাদা করে, তাদের খেলা শেষ হবে। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, তাদের খেলা শেষ হবে।”

বিজেপি-কে নিশানা করার পাশাপাশি শনিবার দলের কর্মী-সমর্থকদেরও বিশেষ বার্তা দিয়েছেন দেব। তিনি বলেন, “গত ১০ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা মানুষের বাড়ি বাড়ি গিয়ে জানাতে হবে।” ভোটের আগে পর্যন্ত এ কাজ চালিয়ে যেতে হবে বলেও কর্মী-সমর্থকদের কাছে আর্জি তাঁর।