যুক্তরাষ্ট্রের কাছে ২০ লাখ টিকা চেয়েছে বাংলাদেশ

আপডেট: জুন ৮, ২০২১
0
file photo

যুক্তরাষ্ট্রের কাছে করোনার ২০ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা চেয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন একথা জানিয়েছেন।

আপাতত যা পরিস্থিতি তাতে কোনোভাবেই অন্য কোনও দেশকে কোভিডের প্রতিষেধক পাঠাতে পারবে না ভারত। বরং ভারতই এখন আমদানির চেষ্টা করছে। বাংলাদেশে প্রায় ১৫ লাখ মানুষ ভারতের থেকে পাওয়া প্রথম দফার টিকা নিয়ে বসে রয়েছেন পরবর্তী ডোজের জন্য। দ্বিতীয় ডোজের সময় পেরিয়ে গেছে আড়াই-তিন মাস।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী এক সংবাদ সম্মেলনে বলেন, আপনারা জানেন যে, প্রতিষেধক এবং অন্যান্য সরঞ্জাম বাইরের দেশগুলোতে রপ্তানির ক্ষেত্রে ভারতই সবার আগে ছিল। কিন্তু এখন আমরাই বাইরে থেকে টিকা আমদানি নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। সেই প্রেক্ষাপটে প্রতিষেধক রপ্তানির করার প্রশ্নই ওঠে না। আমরা এখন স্থানীয়ভাবে টিকা তৈরির কর্মসূচিকেই মূল লক্ষ্য হিসেবে নিয়েছি।এদিকে করোনা টিকা দেয়া না নেয়া প্রসঙ্গে বাংলাদেশ শুরু থেকেই বলে আসছে যে, ভারতের আশ্বাসের প্রেক্ষিতে অন্য কোনও দেশের দিকে তাকায়নি ঢাকা। এমনকি প্রাথমিকভাবে চীনকেও ফিরিয়ে দেয়া হয়েছিল।

অপরদিকে , দাম প্রকাশ করায় চীনের ক্ষোভ টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যদিও এ ঘটনায় চিনের কাছে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ।
সিনোফার্মের করোনা টিকার দাম গণমাধ্যমে প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করেছে চীন।

এ ঘটনাকে অনিচ্ছাকৃত ভুল বলে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ।

এর ফলে বাংলাদেশ ১০ ডলারে সিনোফার্মের করোনা টিকা পাবে কি না তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।