রাজধানীর পোস্তগোলায় কোস্ট গার্ডের অভিযানে জাটকাসহ আটক ৭, পিকআপ জব্দ

আপডেট: এপ্রিল ২৮, ২০২১
0

ভোর রাতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান পাগলা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক ১৫৫ মণ (৬২০০ কেজি) জাটকা জব্দ করা হয়।

মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশান কমান্ডার পাগলা লেঃ আশমাদুল ইসলাম এর নেতৃত্বে পোস্তগোলা ব্রিজের নিকটবর্তী এলাকায় উক্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলকালীন পোস্তগোলা ব্রিজের নিকটবর্তী এলাকায় ০৩টি পিকআপ থেকে আনুমানিক ৬ হাজার ২০০ কেজি (১৫৫ মণ) জাটকাসহ ০৭ জন ব্যক্তিকে আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের ও জব্দকৃত পিকআপগুলোর বিষয়ে নির্বাহী মেজিস্ট্রেট কর্তৃক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সর্বমোট ২৩ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত জাটকা সমূহ মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও ৪ হাজার গরীব দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়োমিত অভিযান অব্যাহত থাকবে।