রাজপরিবারের দীর্ঘ ইতিহাসের প্রতিধ্বনি ও অটল খ্রিস্টান বিশ্বাস দ্বারা অনুপা্ণিত সঙ্গীতে রানীর অন্ত্যেষ্টিক্রিয়া শুরু

আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২২
0

যুক্তরাজ্য জুড়ে ১০ দিনের জাতীয় শোক পালনের পর, রাণী দ্বিতীয় এলিজাবেথকে একটি রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় একটি সাবধানে তৈরি করা গানের সাথে সম্মানিত করা হবে যা কেবল প্রয়াত রানীর সংগীত স্বাদকেই প্রতিফলিত করে না, রাজপরিবারের দীর্ঘ ইতিহাসের প্রতিধ্বনিও করে।রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় সঙ্গীত তার ‘অটল খ্রিস্টান বিশ্বাস’ দ্বারা অনুপ্রাণিত।

অন্ত্যেষ্টিক্রিয়া, যা ওয়েস্টমিনিস্টারের ডিন, খুব রেভারেন্ড ডঃ ডেভিড হোয়েলের নেতৃত্বে থাকবে, জেমস ও’ডোনেলের নির্দেশনায় ওয়েস্টমিনস্টার অ্যাবে এবং মহামান্য চ্যাপেল রয়্যাল, সেন্ট জেমস প্যালেসের গায়কদল উপস্থিত থাকবেন।

ওয়েস্টমিনস্টার হলে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত রানির কফিনে শ্রদ্ধা জানানোর সময় শেষ হয়েছে। গত বুধবার থেকে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের হাজার হাজার মানুষ রানির কফিনে শ্রদ্ধা জানিয়েছেন। এমনকি বহু মানুষ প্রচণ্ড ঠাণ্ডার মধ্যেও রাস্তায় দীর্ঘ সময় অপেক্ষা করে শ্রদ্ধা জানিয়েছেন রানিকে।
বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির স্থানীয় সময় সকাল সাড়ে ৬ টা থেকে রানির কফিনে শ্রদ্ধা জানানোর শেষ সময়। এই খবর শুনে রানিকে শ্রদ্ধা জানাতে আসা অনেকেই হতাশা নিয়ে ফিরে গেছেন।

ব্রিটেনের স্থানীয় সময় বেলা ১১ টা থেকে রানির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া শুরু হবে। প্রথমে ওয়েস্টমিনস্টার হল থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানির কফিন নিয়ে যাওয়া হবে। এরপর সেখান থেকে রানির শব যাবে উইন্ডসর ক্যাসেলে, এখানে আরেকটি প্রার্থনা অনুষ্ঠানের পর পারিবারিকভাবে রানিকে কবর দেওয়া হবে। ধারণা করা হচ্ছে, এই পথজুড়ে হাজার হাজার লোকের সমাগম হবে।

বিবিসি বলছে, রানির শেষকৃত্যে ২ হাজার অতিথির উপস্থিতির আশা করা হচ্ছে। রানির রাষ্ট্রীয় শেষকৃত্যে অনুসরণ করা হবে প্রটোকলের কঠোর নিয়ম। তারই অংশ হিসেবে মোতায়েন থাকছে ১০ হাজার সেনা।

গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডে বালমোরাল এস্টেটে ৯৬ বছর বয়সী এলিজাবেথ সিংহাসনে আরোহণের ৭০ বছর পর মারা যান।