রাজাপুরে ডুবোচরে বেধেছে যাত্রীবাহী লঞ্চ, যাত্রীরা দুর্ভোগে

আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২১
0

রাজাপুর (ঝালকাঠি ) প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে ২শ যাত্রী নিয়ে আবারো ডুবোচরে বেধেছে বরগুনা ঘামি ‘পূবালী-১’ নামের যাত্রীবাহী দোতলা একটি লঞ্চ। রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বড়ইয়া ইউনিয়নের চরপালট গুচ্ছগ্রাম সংলগ্নে এ ঘটনা ঘটে। এতে লঞ্চে থাকা যাত্রীরা পরে চরম দুর্ভোগে।

জানাগেছে, ঢাকা থেকে ছেড়ে আসা রাজারহাট-২০ ও পূবালী-১ নামের দুইটি যাত্রীবাহী লঞ্চটি বরগুনা যাচ্ছিল। ঘটনা স্থল চরপালট গুচ্ছগ্রাম এলাকায় আসলে চালকের উদাসীনতায় লঞ্চটি ঐ ডুবো চরে বেধে যায়। ঐ লঞ্চে থাকা প্রায় ২শ যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। পরে বরগুনা ঘামি রাজারহাট- ২০ নামো লঞ্চটি পুনরায় বেতাগী থেকে ঘটনাস্থলে এসে পূবালী-১ এর কিছু যাত্রী নিয়ে বরগুনা যায়। বাকিরা সকালে যে যার মতো করে নিজ খরচে প্রত্যেকের গন্তব্যে পৌছায়।

উল্লেখ্য গত ১৩ আগস্ট ইং তারিখ বরগুনা ঘামি অভিযান-১০ নামের একটি লঞ্চ ঠিক একই জায়গায় বেধে ছিল। পরে লঞ্চ কর্তৃপক্ষ প্রায় ২০দিন পরে ঐ লঞ্চটি উদ্ধার করে ।

পূবালী-১ লঞ্চের মাস্টার মো. জসিম হোসেন জানায়, রাতে ঝড়-বৃষ্টির কারনে সামনে কিছুই দেখা যাচ্ছিল না কিছু বুঝে উঠার আগেই ডুবচরে লঞ্চ বেধে যায়। অনেক চেষ্টা করে নামাতে না পেরে অন্য একটি লঞ্চে যাত্রী তুলে দেয়া হয়েছে।
আবু সায়েম আকন
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি