রাবাব ফাতিমা ইউএন ওমেনের নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত : মহিলা পরিষদের অভিনন্দন

আপডেট: জানুয়ারি ১৩, ২০২২
0

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ২০২২ সালের জন্য ইউএন ওমেনের নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে বাংলাদেশ মহিলা পরিষদের বিবৃতি।

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ২০২২ সালের জন্য ইউএন ওমেনের নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশ মহিলা পরিষদ নারী সমাজের পক্ষ থেকে এবং নারী আন্দোলনের পক্ষ থেকে রাবাব ফাতিমাকে আন্তরিক উষ্ণ অভিনন্দন জানাচ্ছে।

আমরা মনে করি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ইউএন উইমেন এর নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের এবং বিশ্বব্যাপী লিঙ্গীয় বৈষম্য নিরসনে ও নারীর ক্ষমতায়নে জাতিসংঘের চলমান উদ্যোগ আরও বেগবান হবে। তাছাড়াও করোনা অতিমারীর জন্য যেসব নতুন চ্যালেঞ্জ তৈরী হয়েছে তা মোকাবেলায় নারী সমাজ সক্ষম হবে।

রাবাব ফাতিমার এই দায়িত্বপ্রাপ্তি বাংলাদেশের ব্যাপক গণনারীর ক্ষমতায়নের আন্দোলনকে অগ্রসর করবে।

বাংলাদেশ মহিলা পরিষদ তাঁর অব্যাহত সাফল্য কামনা করছে।