রাবিতে শিক্ষার্থী বিক্ষোভ: ‘শিক্ষকদের বন্ধ নেই: বন্ধ শুধু আমাদের জীবন-যৌবন’

আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২১
0

শিক্ষকদের বন্ধ নেই, বন্ধ শুধু আমাদের জীবন-যৌবন। করোনা কারণে শুধু বন্ধ শিক্ষা ব্যবস্থা। আমরা ধুকে ধুকে মরছি- এভাবেই ক্ষোভ প্রকাশ করে গণমাধ্যেকে জানালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ।

রোববার ১১টার দিকে প্রায় শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে পরিবহন মার্কেট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপাচার্য ভবনের সামনে এসে অবস্থান নেয়।

সাড়ে ১২টার দিকে ক্যাম্পাস-হল খুলে দিতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচী শেষ করেছেন শিক্ষার্থীরা।