রুট পারমিট না থাকায় গাজীপুরে তাকওয়া পরিবহণের ৭ চালকের কারদন্ড

আপডেট: জুলাই ২৬, ২০২২
0

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর শহরে নির্ধারিত রুট পারমিট না থাকার অপরাধে তাকওয়া পরিবহনের মিনিবাসের সাত চালকের কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার বিআরটিএ পরিচালিত ভ্রাম্যমান আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার ওই দন্ড প্রদান করেন। এসময় তার সঙ্গে ছিলেন গাজীপুর বিআরটিএ’র মোটরযান পরিদর্শক নূরুল হোসেন।

গাজীপুর বিআরটিএ’র মোটরযান পরিদর্শক নূরুল হোসেন জানান, গাজীপুর শহরে ভাওয়াল রাজবাড়ি সড়কে চলাচলে রুট পারিমিট না থাকার পরও ওইসব মিনিবাস চলাচল করছিল। ইতোপূর্বেও এ ব্যাপারে বার বার সতর্ক করার পরও তা তারা না মানায় সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের ভাওয়াল রাজবাড়ি মাঠের পাশের সড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এসময় তাকওয়া পরিবহনের মিনিবাস চালক জাকের হোসেন (২৭), আব্দুল মালেক (৩৫), আক্কাছ আলী (৪৫), ফরিদুল ইসলাম (২৪), মুছা আলী (৪৩) ও আবুল হোসেনের (৪০) প্রত্যেককে ১হাজার টাকা করে জরিমানা ও ১৫দিনের বিনাশ্রম কারদন্ড এবং বয়স বিবেচনায় আবুল কালামকে (৫৫) ১হাজার টাকা জরিমানাসহ ৬দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।