রুপগঞ্জে সেজান জুস কারখানায় ২৭ ঘন্টায়ও আগুন নেভাতে না পারা্ ,এটা গ্রহণযোগ্য নয়– মীর্জা ফখরুল

আপডেট: জুলাই ১১, ২০২১
0

রুপগঞ্জে সেজান জুস কারখানায় ২৭ ঘন্টায়ও আগুন নেভাতে পারেনি ,এটা গ্রহণযোগ্য নয়– মীর্জা ফখরুল
রুপগঞ্জে সেজান জুস কারখানায় ২৭ ঘন্টায়ও আগুন নেভাতে পারেনি ,এটা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মীর্জা ফখরুল বলেন , বৃহস্পতিবার ৮ জুলাই নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে “হাশেম ফুড এন্ড বেভারেজ” কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে অগ্নিদগ্ধ হয়ে ৫২ জনের মৃত্যু এবং শতাধিক আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয় এবং নিহত ব্যক্তিদের বিদেহী আত্মার মাগফেতার কামনা করা হয়। সভা মনে করে যে, সরকারের সংশ্লিষ্ট সংস্থার চরম অবহেলায় এই ধরনের মর্মান্তিক ঘটনা বারবার সংঘটিত হচ্ছে এবং শিশু-কিশোরসহ অসংখ্য মানুষের প্রানহানি ঘটছে। প্রকৃত পক্ষে এই ঘটনাটি হত্যার পর্যায়ে পড়ে।

শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ সংশ্লিষ্ট সংস্থা কল-কারখানার নির্মাণ মান, পরিবেশ এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা, নিয়মিত পরিদর্শন ও নজরদারী না করার কারনেই এবং প্রশাসনিক দূর্বলতার কারনে এই ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে বলে সভা মনে করে। ফায়ার ব্রিগেডের ভ‚মিকা সম্পর্কেও প্রশ্ন উত্থাপিত হয়েছে। ২৭ ঘন্টা যাবত অগ্নি নেভানো না পারা গ্রহণযোগ্য হতে পারে না।