রুহুল কবীর রিজভীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে

আপডেট: এপ্রিল ১০, ২০২১
0

শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর। তবে এখনো তিনি আইসিউতেই আছেন। অক্সিজেন সাপোর্ট লাগছে।

গত ১৬ মার্চ করোনা আক্রান্ত হন রুহুল কবির রিজভী। এরপরই ১৭ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার গণমাধ্যমকে এ তথ্য জানান রিজভীর স্ত্রী আরজুমান আরা।

তিনি বলেন, রিজভী স্বাভাবিক খাবার খেতে পারছেন
। ইতোমধ্যে পাঁচ বার তার করোনা টেস্টে পজিটিভ রিপোর্ট এসেছে।

তিনি বলেন, রিজভী আহমেদের অবস্থা ধীরে ধীরে ভালোর দিকে। তার কাশি কমেছে। এখনো আইসিইউতে আছেন। তার অক্সিজেন স্যাচুরেশন ৯৫%, ওঠা-নামা করছে।
বাকিগুলো অপরিবর্তিত রয়েছে।