রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ- চারা গাছ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

আপডেট: আগস্ট ৩০, ২০২১
0

মোঃ আলম হোসাইন রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সুলপিনা গোলচত্তর এলাকায় গতকাল বুধবার ৩০ আগষ্ট দুপুরে সুলপিনা আদর্শ পাঠাগার ও সমাজকল্যান সংস্থার উদ্যোগে আলোচনাসভা, বৃক্ষ রোপণ, চারা গাছ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালাউদ্দিন ভূইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ আনোয়ারুল ইসলাম। অত্র পাঠারের প্রতিষ্ঠাতা সভাপতি ও সেতু মন্ত্রনালয়ের কর্মকর্তা গোলজার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ জাহাঙ্গীর মালুম, ডিপিডিসির তত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুল আলম, আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, ব্রাক্ষণখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল ইসলাম, রূপগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য রিটন প্রধান, পুর্বাচল প্রিক্যাডেট কিন্ডারগার্ডেনের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুন, মানব কল্যান সংস্থার সভাপতি হামিদা বেগম, একতা সংঘের সভাপতি জাকারিয়া জমুদ্দার, পূর্বাচল দুঃস্থ কল্যান সংস্থার সভাপতি অলিউল্লাহ ভুট্টু, সুলপিনা আদর্শ পাঠাগারের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হক প্রমুখ।
পরে উপস্থিত সকলের হাতে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের হাতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয় এবং আলমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় বৃক্ষ রোপণ করা হয়।###
তাং-৩০-০৮-২০২১ইং