র‌্যাব সদর দপ্তরসহ দেশের প্রত্যেক ব্যাটালিয়নে পালিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস

আপডেট: মার্চ ১৭, ২০২৩
0

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস আজ শুক্রবার যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সাথে একযোগে র‌্যাব সদর দপ্তরসহ দেশের সকল ব্যাটালিয়নসমূহে উদযাপন করা হয়। দিবসটি উদযাপনে র‌্যাব ফোর্সেসের সকল কর্মকর্তা এবং সদস্যদের অংশগ্রহণে বিবিধ অনুষ্ঠান আয়োজন করা হয়।

আজ সকাল ১১টায় ধানমন্ডি ৩২ নম্বর রোডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতের‌্যাব ফোর্সেস এর মহাপরিচালক অতিঃ আইজিপি এম খুরশীদ হোসেন, বিপিএম (বার), পিপিএম পুস্পস্তবক অর্পন করেন। এসময় র‌্যাব ফোর্সেস এর অতিঃ মহাপরিচালক (অপারেশনস্), অতিঃ মহাপরিচালক (প্রশাসন), র‌্যাব সদর দপ্তরের সকল পরিচালকগণ এবং ঢাকাস্থ ব্যাটালিয়নের অধিনায়কগণ ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

দিবসটি উদযাপন উপলক্ষে সদরদপ্তরসহ সকল দেশের সকল ব্যাটালিয়নের প্রতিটি প্রবেশ পথ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ সুসজ্জিত করা হয়। ঢাকাসহ সকল ব্যাটালিয়ন সমূহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনীর উপর আলোচনা অনুষ্ঠান, ৭ই মার্চের ভিডিও চিত্র এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’ প্রদর্শনের আয়োজন করা হয়। এ দিনে জাতির পিতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ব্যাটালিয়ন সমূহের সকল মসজিদে বাদ জুম’আ বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এছাড়াও,বিভিন্ন ব্যাটালিয়নের তত্ত্বাবধানে গরীব, দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়