র‌্যাব-১’র অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশী মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: মার্চ ২২, ২০২৩
0

র‌্যাব-১ এর পৃথক অভিযানে রাজধানীর ভাটারা এবং গুলশান হতে বিপুল পরিমাণ বিদেশী মদ ও দেশীয় তৈরী চোলাইমদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) নোমান আহমদ গণমাধ্যমকে জানান, ” রাত ৯টায় র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি ঢাকার ভাটারা থানাধীন বারিধারা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ ইউনুস (২৬), পিতা-মোঃ হাফিজ উদ্দিন বালি, জেলা-বরিশাল’কে ১২২.৪ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ও নগদ ১২০/- টাকাসহ গ্রেফতার করে।

একই দিন র‌্যাব-১ এর অপর একটি আভিযানিক দল আনুমানিক ১৩১০ ঘটিকায় ডিএমপি ঢাকার গুলশান থানাধীন গুলশান-১ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ মারুফ শিকদার (৩২), পিতা-বাদশা শিকদার, জেলা-যশোর’কে ৭৮ লিটার বিদেশী মদ এবং ০১ টি জীপ গাড়িসহ গ্রেফতার করে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।