র‌্যাবের নতুন অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) দায়িত্ব গ্রহণ করলেন কর্নেল কে এম আজাদ

আপডেট: মার্চ ১৬, ২০২১
0

কর্নেল কে এম আজাদ, বিপিএম, পিএসসি,আজ ১৬ মার্চ র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস্) এর দায়িত্বভার গ্রহণ করেন। তিনি কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার, বিপিএম, পিএসসি এর স্থলাভিষিক্ত হলেন। কর্নেল কে এম আজাদ গত ০৯ মার্চ সেনাবাহিনী হতে প্রেষণে র‌্যাব ফোর্সেসে যোগদান করেন।

কর্নেল কে এম আজাদ ৩২তম বিএমএ লং কোর্সের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন লাভ করেন। তিনি সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ও সংস্থার গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি ‘কর্নেল’ পদবীতে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার (বীর) এর ব্যাটালিয়নের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একটি পদাতিক ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন ছাড়াও সেনাসদর এর সামরিক গোয়েন্দা পরিদপ্তরের স্টাফ অফিসার, স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকস এর প্রশিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর একজন চৌকস অফিসার হিসেবে তিনি জাতিসংঘ শান্তিরক্ষী মিশন কঙ্গোতে মিলিটারী অবজারভার এবং জাতিসংঘ শান্তিরক্ষী মিশন আইভেরিকোষ্ট, ব্যানবাট-৩ এ কর্মরত ছিলেন। চাকুরীর ধারাবাহিকতায় তিনি গত ২৫ আগস্ট ২০১৯ তারিখে কর্নেল পদে পদোন্নতি প্রাপ্ত হন।

কর্নেল আজাদ ইতিপূর্বে র‌্যাব ফোসের্সে অত্যন্ত সুনাম ও সাফল্যের সাথে চাকুরী করেছেন। সর্বশেষ তিনি র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের পরিচালক, অপারেশনস্ উইং এর দায়িত্ব পালন করেন। তিনি র‌্যাব-২ এর অধিনায়ক হিসেবেও নিযুক্ত ছিলেন। এছাড়া তিনি গোয়েন্দা শাখার উপ-পরিচালক, র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক এবং কোম্পানী কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। র‌্যাব ফোর্সসে দায়িত্ব পালনকালে তিনি সুন্দরবনে জলদস্যু আত্মসমর্পণ এবং হলি আর্টিজান জঙ্গি হামলা মোকাবেলায় এবং অন্যান্য আভিযানিক কর্মকান্ডে প্রশংসনীয় অবদান রেখেছেন। র‌্যাবে কর্মরত থাকাকালীন অপরাধ নিয়ন্ত্রণ, আভিযানিক কর্মকান্ড, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ২০১৫ সালে বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম)- সেবা’য় ভূষিত হয়েছেন।

কর্নেল আজাদ ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড ষ্টাফ কলেজ (ডিএসসিএসসি) হতে আর্মি ষ্টাফ কোর্স, পিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ক্রিমিনোলজি এন্ড ক্রিমিনাল জাস্টিস এ মাস্টার্স ডিগ্রী, বাংলাদেশ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) থেকে এমবিএ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি) থেকে এমডিএস (মাস্টার্স অফ ডিফেন্স স্টাডি) অর্জন করেন।

কর্নেল কে এম আজাদ দেশ ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে আর্মি ষ্টাফ কোর্স ছাড়াও গোয়েন্দা কোর্স এবং জাতিসংঘ শান্তিরক্ষা বিষয়ক কোর্স সম্পন্ন করেন। এছাড়া তিনি তুরস্ক হতে ল্যান্ড অপারেশন টার্মিনোলজি কোর্স সম্পন্ন করেন। তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক, পোল্যান্ড, ফ্রান্স, রাশিয়া প্রশিক্ষণ ও অন্যান্য সরকারী কর্তব্যে গমন করেন।

কর্নেল কে এম আজাদ সেনাবাহিনীর বিভিন্ন পরিসরের প্রশিক্ষক, কমান্ড ও ষ্টাফ অভিজ্ঞতা সম্পন্ন একজন চৌকস অফিসার। তিনি কর্মক্ষেত্রে অত্যন্ত সততা, পেশাদারিত্ব, পারদর্শিতা, উৎকর্ষতা ও বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করে আসছেন।