লকডাউনের বাস্তবায়ন নেই; দোকান-পাট খোলা রাখতে বিভিন্ন স্থানে বিক্ষোভ

আপডেট: এপ্রিল ৬, ২০২১
0

নিজস্ব প্রতিবেদক:
মার্কেট খোলা রাখার দাবিতে আজও বিক্ষোভ হয়েছে বিভিন্ন এলাকায়। লকডাউনের মধ্যেও ব্যবসায়ীরা তাদের মার্কেট খোলা রাখতে চান। ব্যবসায়ীরা একারণে রাস্তা অবরোধও করেছেন।

এদিকে, লকডাউনের ন্যূনতম কোন ছোঁয়া পড়েনি মানুষের মধ্যে। মানুষ এখনো কোন স্বাস্থ্যবিধি না মেনেই রাস্তায় চলাচল করছেন। অলিগলির চায়ের দোকানে পর্যন্ত মানুষের জটলা। মানুষ মাস্ক পর্যন্ত পড়ছে না। এমনকি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও মাস্ক ছাড়া রাস্তায় দেখা গেছে।

করোনা নিয়ন্ত্রণে সরকার লকডাউন ঘোষণা করলেও বাস্তবে লকডাউনের কোন লক্ষণ রাস্তাঘাটে পরিলক্ষিত হয়নি। মানিকনগর কাঁচাবাজারে আজ বেলা ১১ টায় দেখা যায় হাজার হাজার মানুষ কোন স্বাস্থ্যবিধি না মেনেই ঘোরাফেরা করছেন। এমনকি, অনেকের মুখে মাস্ক পর্যন্ত নেই। অনেকের মাস্ক আছে কিন্তু থুতনির সাথে ঝুলছে। দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্যকে দেখা গেলো স্বাস্থ্যবিধি না মেনে দায়িত্ব পালন করছেন।

এদিকে, রাস্তার মোড়ে মোড়ে হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন পরিবহনের জন্য। আজও রাস্তায় কোন বাস নেই। তবে রিকশা, অটোরিকশার আজও বেশ দাপট। মানুষ কয়েকগুণ টাকা দিয়ে রিকশায় যাতায়াত করছেন।