লাভ জেহাদকে স্বীকৃতি দিলো ভারতীয় সুপ্রিম কোর্ট

আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২১
0

লাভ জেহাদের বিরুদ্ধে ভারতের বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত প্রশাসন নিষিদ্ধ ঘোষনা করে দিয়েছিলো।
যোগী-রাজ্য উত্তরপ্রদেশ, তারপর বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ‘লভ জেহাদ’ বলে ভিন্ন ধর্মে বিবাহ আটকাতে চাইছে প্রশাসন, তখনই একেবারে উল্টো কথা জানাল দেশের শীর্ষ আদালত।

কিন্তু ভারতীয় সুপ্রিম কোর্ট এ নিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে , ”ভিন্ন ধর্ম ও বর্ণে বিয়ে মানতে শিখতে হবে সমাজকে। ” কর্নাটকের এক দম্পতির করা মামলা নিয়ে এ মত জানাল সুপ্রিম কোর্ট।

আদালতের মন্তব্য, ‘‘কোনও পুরুষ বা মহিলার অধিকার আছে নিজের সঙ্গী পছন্দ করার। আর সেটা মেনে নিতে শিখতে হবে সমাজকে। শিক্ষার এখনই উৎকৃষ্ট সময়।’’

বিচারপতি সঞ্জয়কৃষ্ণ কউল ও হৃষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার জানায়, ধর্ম-বর্ণ নির্বিশেষে বিবাহ মেনে নেওয়াটা খুবই জরুরি একটি সামাজিক অনুশীলন। অভিভাবকরা শুধু ভিন ধর্মে বিবাহের জন্য যদি নিজের সন্তানকে দূরে ঠেলে দেন, তা কখনই আদর্শ সামাজিক রীতি হতে পারে না।