শহীদ বুদ্ধিজীবী জ্যোতির্ময় গুহঠাকুরতার স্বজনদের ‘জমি দখলে’ বিশিষ্টজনদের উদ্বেগ: বানারীপাড়া বালিকা বিদ্যালয়ের ব্যাখা

আপডেট: জানুয়ারি ৬, ২০২২
0

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
‘শহীদ বুদ্ধিজীবী জ্যোতির্ময় গুহঠাকুরতার স্বজনদের ‘জমি দখলে’ বিশিষ্টজনদের উদ্বেগ’ শিরোনামে ০৫ জানুয়ারি একটি (‘দৈনিক প্রথম আলো’ ) পত্রিকার অনলাইন পোর্টালে প্রকাশিত বিবৃতির বিষয়ে বরিশালের বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ ব্যাখ্যা দিয়েছে। বিশিষ্টজনদের ওই বিবৃতির বিষয়ে ৬ জানুয়ারীূ সন্ধ্যায় বিভিন্ন গণমাধ্যমে প্রধান শিক্ষক আবু বকার সিদ্দিক স্বাক্ষরিত স্কুল কর্তৃপক্ষ প্রেসরিলিজ পাঠান। এর অনুলিপি দেওয়া হয়েছে বানারীপাড়া প্রেসক্লাবে। ব্যাখায় স্কুল কর্তৃপক্ষ উল্লেখ করেন, বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের আলোচিত জমিতে ১৯৬৬ সালে ০৭ নং বানারীপাড়া সদর ইউনিয়ন পরিষদ ভবন নির্মিত হয়। অনুপ কুমার বিশ্বাসের বাবা মৃত প্রফুল্ল কুমার বিশ্বাস ১৯৭৭ সালে ডিক্রি মূলে মালিকানা দাবি করেন। পূর্বে উক্ত জমির মালিকানা গুহঠাকুরতা পরিবারেরই ছিলো।
বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়টি স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের উদ্যোগে নারী শিক্ষা বিস্তারের লক্ষ্যে শহীদ বুদ্ধিজীবী ডক্টর জ্যোতির্ময় গুহঠাকুরতার পৈত্রিক ভিটায় ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়। তাঁর চাচাতো ভাই পরিচয়দানকারি মৃত প্রফুল্ল কুমার বিশ্বাস, গুহঠাকুরতা পরিবারের সদস্য নহেন বিধায় বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়টি তার জমিতে প্রতিষ্ঠিত কথাটি সত্য নহে ।
আলোচিত জমিতে মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স নির্মানের জন্য পুরাতন ইউনিয়ন পরিষদ ভবনটি ভেঙ্গে ফেলায় বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মুল ফটকের পশ্চিম-দক্ষিণ অংশটি সম্পূর্ণ অরক্ষিত হয়ে পরে। ফলে ছাত্রী শিক্ষক ও অভিভাবকদের দাবির প্রেক্ষিতে বিদ্যালয় কর্তৃপক্ষ অরক্ষিত স্থানটুকু টিনের বেড়া দিয়ে ঘিরে রাখে। স্কুলের নামে ওই সম্পত্তি দখলে নেন স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম কথাটি সত্য নয়।
বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়টি শহীদ বুদ্ধিজীবী ডক্টর জ্যোতির্ময় গুহঠাকুরতার পৈত্রিক ভিটায় ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হলেও ভি. পি. “ক” তালিকাভুক্ত হওয়ায় (ভি. পি. কেইস নাম্বার-৩৪০/১৯৬৯) জমির দানপত্র দলিল নেয়া সম্ভব হয়নি। ফলে সরকারের কাছ থেকে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ ০.৭৬ একর সম্পত্তি একসনা (প্রতি বছর বছর) লিজ নিয়ে বিদ্যালয়টি পরিচালনা করে আসছেন। বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশে দ্বিতল ভবনমহ সম্পত্তিতে হাইকোর্টের স্থায়ী নিষধাজ্ঞা রয়েছে। আলোচিত জমিতে কোনো আদালতের নিষেধাজ্ঞা নেই ।
জাতির বিবেক ও বিশিষ্ট নাগরিক বিবৃতিদাতাগণের প্রতি সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন পূর্বক বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক শিক্ষার্থী অভিভাক ও সুধি সমাজের সবিনয় নিবেদন, আপনারা ঘটনার সত্যতা যাচাইয়ের নিরিখে সরেজমিনে পরিদর্শনে বানারীপাড়ায় আসার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। সরেজমিনে পরিদর্শনে এসে আপনারা যে সিদ্ধান্ত নেবেন/দেবেন তা বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ মেনে নেবেন। ###
রাহাদ সুমন,বানারীপাড়া
তারিখ.০৬-০১-২০২২ইং