`শীতের রাতে রাইফেল কাঁধে কাঁটাতার বেষ্টিত বনে দাঁড়িয়েছিলে একা’

আপডেট: মার্চ ১৫, ২০২৩
0


ডা জাকারিয়া চৌধুরী

বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে,
বলি– মনে নেই ?এই তো দিন কয়েক আগের কথা!
কতটা কনকনে শীতের রাত রাইফেল কাঁধে নিয়ে
ঠাঁয় দাঁড়িয়ে থাকতে হয়েছে একেলা !!

মনে নেই বুঝি?
একটা কাঁটাতার বেষ্টিত বন না বুঝেই পাবার আশায় ;
কেউ বলেনা কত গাছ ক্ষয়ে গেছে, মরে গেছে ঘাসেরা,
পাতারা সে কবেই উড়ে কোথায়, কে জানে,
জানে কিনা কেউ !

দূরে উত্তপ্ত রোদের প্রতিসরন চোখে পড়ে,
তারপরে আবার শুষ্ক ঘন বন; বনের ওপাশে দেয়াল।
শুষ্ক বন দেখেছো কখনো !

দেখো দিয়ে – চৌচিড় হয়ে গেছে মরা গাছের ডাল। যদি না পার-
চোখে চোখ রেখে চেয়ে দেখো এ চোখ মরে গেছে কবে,
এর উপরে কেমন পাতলা আস্তরন জমে গেছে কেবল সয়ে সয়ে
কইবার কথাগুলো মনে থেকেই লুকোচুরি খেলায়,
কথা আর বলা হয়নাকো, নতুন গন্ধ নাকে আসে..
শীতেরা সব চলে গেছে হ্যাহ বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে।