শুটিংয়ের সময় বিএমডাব্লিউ চুরি, রেগে আগুন টম ক্রুজ!

আপডেট: আগস্ট ২৮, ২০২১
0

টম ক্রুজের মিশন ইমপসিবল সিরিজ ব্যবসায়িকভাবে দারুণ সফল। কিন্তু এই সিরিজের সর্বশেষ সিনেমা মিশন ইমপসিবল সেভেনের শুটিংয়ের সময় ঘটে যাওয়া এক অঘটনের কারণে ‘রেগে আগুন’ হয়ে গিয়েছিলেন টম ক্রুজ।

হোক না হলিউড সুপারস্টার, লাগেজ ভর্তি টাকা সমেত প্রিয় গাড়ি চুরির খবর শোনার পর কারই বা মাথা ঠিক থাকে!

বার্মিংহামের গ্র্যান্ড হোটেলের বাইরে থেকে ওই বিএমডাব্লিউ এক্সসেভেন গাড়িটি চুরি হয় বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। টম ক্রুম শুটিংয়ের জন্য ওই হোটেলে অবস্থান করছিলেন।

গাড়িটি পড়ে উদ্ধার করা হলেও এ ঘটনা শুনে ভীষণ রেগে গিয়েছিলেন টম ক্রুম। হোটেলের পার্কিংয়ের জায়গা থেকে গাড়িটি উধাও হওয়ার খবর প্রথমে টম ক্রুজের দেহরক্ষীর চোখে পড়ে।

ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্ক্যানার ক্লোন করে বিলাসবহুল ওই গাড়িটির দরজা খুলতে সক্ষম হয় চোর। পুলিশ অবশ্য ইলেক্ট্রনিক ট্র্যাকিং সিস্টেমের সাহায্যে গাড়িটি খুঁজে বের করে। তবে গাড়িতে থাকা কয়েক হাজার পাউন্ড উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।