শ্রম ভবনে চুক্তির পরেও বেতন পায়নি শ্রমিকরা

আপডেট: মে ২৮, ২০২২
0

উত্তরা প্রতিনিধি
রাজধানীর দক্ষিণখানে অবস্থিত ইন্ট্রাকো ডিজাইন লিঃ নামক পোশাক কারখানায় গত ২৬ মে এপ্রিল মাসের বকেয়া বেতন পরিশোধ করার কথা ছিল। এবং এই চুক্তি শ্রম ভবনে শ্রম প্রতিমন্ত্রী মুন্নি জাহানের উপস্থিতিতে হয়েছিল বলে উক্ত কারখানার শ্রমিকরা জানায়।

জানা যায়, কারখানাটিতে গত দুই বছর ধরে মালিক প্রতিমাসের বেতন নিয়ে তালবাহানা করে আসছে। এ নিয়ে প্রতিমাসেই কারখানায় ঝামেলা লেগেই থাকে। গত ঈদের আগেও বেতন-বোনাসের দাবিতে শ্রমিকরা রাস্তা অবরোধসহ গাড়ি ভাঙচুর করেছিল। এসব ঝামেলার স্থায়ী সমাধানের জন্য শ্রম ভবনে মালিক, শ্রমিক প্রতিনিধিদের মাঝে বৈঠকে বেতনের বিষয়ে সিদ্ধান্ত হয়, যা শ্রমিকরা মেনে নেয়।

অত্যান্ত দুঃখের বিষয় হচ্ছে, ২৬ তারিখ শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়নি। সেদিন কারখানার শ্রমিক নেতাদের নাকি শ্রম ভবনের কোনো এক বড় কর্মকর্তা ফোন করে বলেছেন, ‘মালিক বেতন দিবে ২৯ মে, তা মেনে নিতে। এ নিয়ে ঝামেলা করলে শ্রমিক নেতাদের ক্ষতি হবে।’

শ্রমিকরা অভিযোগ করেন, শ্রম ভবনের কর্মকর্তারা টাকা খেয়েছেন। শ্রমিকরা এখন অনিশ্চয়তার মধ্যে ২৯ মে বেতন পাবে কিনা