সংকট থেকে উত্তরণ চাইলে আল্লামা শফীকে অনুসরনের বিকল্প নেই– পুত্র আনাস মাদানী

আপডেট: জুন ১৮, ২০২১
0

হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী রহ:-এর ছেলে ও আঞ্জুমানে দাওয়াতে ইসলাহের আমির মাওলানা আনাস মাদানী বলেছেন, বর্তমানে কওমি মাদরাসায় শঙ্কা ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বিরাজমান। এ সম্পর্কে আল্লামা শাহ্ আহমদ শফী রহ: আগেই সতর্ক করেছিলেন। তিনি এ সমস্যা থেকে উত্তরণের পদ্ধতিও বাতলে দিয়ে গিয়েছিলেন। অনেকবার সরকারকে তিনি সতর্কও করেছিলেন।
তিনি বলেন, বিরাজমান সঙ্কট থেকে উত্তরণের জন্য তার পদাঙ্ক অনুসরণের বিকল্প নেই।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আঞ্জুমানে দাওয়াতে ইসলাহের উদ্যোগে ‘শায়খুল ইসলাম শাহ আহমদ শফীর জীবন, কর্ম, অবদান ও চলমান সঙ্কট থেকে উত্তরণে উলামায়ে কেরামের করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মাওলানা আনাস মাদানী বলেন, তার (আহমদ শফী) কর্ম ও আখলাককে আকড়ে ধরে জোটবদ্ধ হয়ে দেশের সর্বসাধারণকে সাথে নিয়ে ইসলামবিরোধী সব অপতৎপরতা প্রতিহত করতে হবে। অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত সবকিছু বর্জন করে সতর্কতা ও উদারতার সমন্বয়ে আকাবিরে ওলামায়ে দেওবন্দের রেখে যাওয়া আমানত এই কওমি অঙ্গনকে সুরক্ষা দিতে হবে।