সংঘর্ষ -সহিংসতায় জড়িয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২১
0
file photo

দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে শির্ক্ষাথীদের ওপর অনবরত হামলার ঘটনায় সংঘর্সে-সহিংসতায় জড়িয়ে পড়েছে শিক্ষার্থীরা।

আজও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাবির ৩টি হলের তালা ভেঙ্গেগ আবাসিক ভবনে জায়গা নিয়ে বিক্ষোভ করছেন রাজপথে। গেতকাল শুক্রবার ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ১৫ শির্ক্ষাথীকে মারধর করেছে ছাত্রলীগ । ওই ঘটনায় চরম উত্তেজনা চলছে শিক্ষার্থীদের মধ্যে।

অপরদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আজও রাজপথে নেমে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। এসব ঘটনায় অশণী সংকেত নেমে এসেছে শিক্ষাঙ্গনে। প্রত্যেকটি ঘটনায় শিক্ষার্থীরা হামলার শিকার হয়ে রাজপথে নেমেছেন। তাদের একটিই দাবী যেন সুষ্ঠু বিচার হয়।

আজ তালা ভেঙে আবাসিক হলে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে আল-বেরুণী হল এবং ফজিলাতুন্নেসা হলের তালা ভাঙে তারা। এর আগে সকাল থেকে হল খোলাসহ ৩ দফা দাবিতে আন্দোলন করছিল শিক্ষার্থীরা।
জানা যায়, আজ শনিবার সকাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কাছের গেরুয়া এলাকায় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ তিন দফা দাবিতে কাম্পাসে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। গতকাল রাতের হামলায় কমপক্ষে ৪০ শিক্ষার্থী আহত হয়।
বিক্ষোভকারীরা তিনটি দাবি করেছেন- গতকালের হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচার। গেরুয়া এলাকার সঙ্গে ক্যাম্পাসের সংযোগ এলাকায় স্থায়ীভাবে দেয়াল তুলে দেওয়া এবং হল বিশ্ববিদ্যালয় হল খুলে দেওয়া।

দ্বিতীয় দফায় ১৩ ঘণ্টার আল্টিমেটাম শেষে ফের বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার মধ্যে আজ সকাল সাড়ে ৯টার কিছু সময় পর বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে করে সড়কের দুপাশে আটকা পড়েছে কয়েকশ যানবাহন। চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।