সকল নদীর দখলমুক্ত ও সীমানা নির্ধারণসহ ১০ দফা দাবি

আপডেট: মার্চ ১৪, ২০২১
0

নিজস্ব প্রতিবেদক:
সকল নদী দখলমুক্ত ও নদীর সীমানা নির্ধারণসহ ১০ দফা দাবি পেশ করা হয়েছে। “দখল ও দূষণমুক্ত করে নদীর জীবন বাঁচান, বাংলাদেশ বাঁচান” শীর্ষক অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই দাবি পেশ করা হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, জাতীয় নদী জোট ও জাতীয় নদী রক্ষা আন্দোলন এর যৌথ উদ্যোগে ঢাকায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস -২০২১ উদযাপন উপলক্ষে গতকাল শনিবার সেগুন বাগিচায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে দাবি উত্থাপিত দাবিগুলো হলো:
(০১). আদালতের রায়ের ভিত্তিতে সকল নদীর সীমানা নির্ধারণ, নির্মোহভাবে দখলদার উৎখাত ও তা দখলমুক্ত রাখতে হবে; (০২). নদী নামক জীবন্ত স্বত্তার অধিকার নিশ্চিত করতে হবে; (০৩). নদীতে বাঁধ-ব্যারেজ-রেগুলেটর বসানোর ‘বেষ্টনী নীতি’ ভিত্তিক ভুল নদী ব্যবস্থাপনা কার্যক্রম বন্ধ করতে হবে এবং ‘বাংলাদেশ ডেল্টা পরিকল্পনার ২১০০’ নামের সেই একই ভুল ব্যবস্থাপনা বন্ধ করতে হবে; (০৪). মৃত ও ভরাট নদী ড্রেজিং করে তার প্রবাহ ও নাব্যতা পূনরুদ্ধার করতে হবে এবং নদীর মাটি/পাড় ইজারা দেয়া বন্ধ করতে হবে; (০৫). ভুমি মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড, ওয়াসা, সিটি কর্পোরেশন, পৌরসভাসমূহ, নগর উন্নয়ন সংস্থাসমূহ, বিআইডব্লিটিএ ও নদী কমিশনকে দৃঢ়ভাবে নদী-বান্ধব নীতি অনুসরণ করতে হবে; (০৬). বাংলাদেশকে জাতিসংঘ প্রণীত পানি প্রবাহ আইন ১৯৯৭ অবিলম্বে অনুস্বাক্ষর ও সে অনুযায়ী নদীরক্ষায় পদক্ষেপ নিতে হবে, তার ভিত্তিতে একটি আঞ্চলিক পানি সম্পদ ব্যবস্থাপনা নীতি-কৌশল প্রণয়ন ও সকল আন্তঃসীমান্ত নদীর ব্যবহার নিশ্চিত করতে হবে; (০৭). সকল শিল্পকারখানায় বর্জ্য পরিশোধন প্ল্যান্ট সংযোজন ও ব্যবহার বাধ্যতামূলক করতে হবে;(০৮). শহুরে গৃহস্থালী ও হাসপাতাল বর্জ্য নদীতে ফেলা বন্ধ ও তরল বর্জ্য পরিশোধন করা সম্পূর্ণ বাধ্যতামূলক করতে হবে; (০৯) নদীর উপর কাঁচা/পাকা পায়খানা নির্মান বন্ধ এবং জমিতে রাসায়নিক সার-কীটনাশক ব্যবহার বন্ধ করতে হবে; (১০). নৌ-যান নির্গত ময়লা, বর্জ্য, তেল পানিতে ফেলা নিষিদ্ধ ও নৌ-যানে তেলের পরিবর্তে গ্যাস বা সোলার ব্যবহার বাধ্যতামূলক করতে হবে।