সমুদ্রে ৬৫ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা মন্ত্রণালয়ের

আপডেট: এপ্রিল ১৫, ২০২১
0

দেশের সমুদ্রসীমায় ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সব ধরনের নৌযানের মাধ্যমে মৎস্য ও ক্রাস্টাশিয়ান (চিংড়ি, লবস্টার, কাটল ফিশ প্রভৃতি) ধরা নিষিদ্ধ করা হয়েছে।
মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো ইফতেখার হোসেন জানান, মাছের প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংশোধিত মৎস্য আইনের ১৯ ধারায় প্রতিবছর ২০ মে থেকে ২৩ জুলাই ফিশিং ভ্যাসেলে মাছ শিকার বন্ধের কথা উল্লেখ রয়েছে। এতে ৬৫ দিন বাংলাদেশের সমুদ্রসীমায় মাছ আহরণের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রশাসনের প্রতি নির্দেশনা দেওয়া হয়। নিষেধাজ্ঞা বহাল থাকাবস্থায় বাংলাদেশের সমুদ্রসীমায় যান্ত্রিক, এমনকি ছোট ডিঙি নৌকা দিয়েও মাছ আহরণ করা যাবে না।