সরকার পতনের আন্দোলনে এবার সমাবেশে ঢুকতে পথে -ঘাটে বাধা দিচ্ছে পুলিশ

আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২১
0

প্রেক্লোবের সমাবেশে ঢুকতে বাধা দিচ্ছে পুলিশ। সরেজমিনে ঘুরে গণমাধ্যমগুলো এমন দৃশ্যের চিত্র তুলে ধরেছে। ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়া হচ্ছে। পুলিশ নেতাকর্মীদের সমাবেশস্থলে প্রবেশ করতে দিচ্ছেন না। তবে সব বাধা ভেঙে দলে দলে নেতাকর্মীরা সমাবেশস্থল অভিমুখে আসার চেষ্টা করছে।

আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এ কর্মসূচিকে ঘিরে সকাল থেকে সরেজমিনে এমন চিত্রই দেখা যাচ্ছে।

সমাবেশে আসা নেতাকর্মীদের অভিযোগ, আমারা স্বাধীন দেশে বাস করেও আজ আমরা পরাধীন। আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশে যোগ দিতে যাচ্ছি, কিন্তু পুলিশ আমাদের যেতে দিচ্ছে না, বাধা দিচ্ছে।

এসময় দেখা যায় সচিবালয়ের লিংক রোডের মাথায় পুলিশ কাউকেই সমাবেশস্থলে ঢুকতে দিচ্ছে না। অপরদিকে কদম ফোয়ারার পাশে পুলিশ মোতায়েন রয়েছে, সে পথ দিয়েও কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না।

গেল শনিবারের সমাবেশে পুলিশী হামলার পর আজকের সমাবেশ ঘিরে আরও কঠোর অবস্থান নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে প্রেসক্লাব এলাকায় প্রবেশ করছেন। আজকের কর্মসূচিতেও বড় কোনও অপ্রীতিকর ঘটনার শঙ্কা ব্যক্ত করেছেন সমাবেশে আসা নেতাকর্মীদের অনেকে।