সাটডাউন উপলক্ষে গণস্বাস্থ্য কেন্দ্র ঢাকা ২ সিটি এলাকায় অসহাদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

আপডেট: জুন ২৮, ২০২১
0

সাটডাউন উপলক্ষে গণস্বাস্থ্য কেন্দ্র ঢাকা ২ সিটি এলাকায় অসহাদের মাঝে
খাদ্য সহায়তা দেন।

আজ সোমবার (২৮ জুন) করোনাকালীন সময়ে সাটডাউন উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মহাখালী সাততলা, টিবি গেইট, বনানী করাইল
বস্তি, বাড্ডা, ভাটারা থানায় এবং যাত্রাবাড়ী থানার মিরাজীবাগ এলাকায় ১৫০০ পরিবারের মাঝে বেলা ১টা হতে সন্ধা ৭ টা পর্যন্ত খাদ্য (আটা) সহায়তা করেন গণস্বাস্থ কেন্দ্র।
এসময় গণস্বাস্থের গনমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু বলেন,গণস্বাস্থ্য কেন্দ্র কর্তৃক “রিকসা ও ভ্যান চালক, ফেরিওয়ালা, ফুটপাতের ছোট দোকানদারের জন্য খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। গত এক মাসে আমরা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরশনে যাত্রবাড়ী থানা, শেরেবাংলা নগর, তেজগাঁও, শিল্পাঅঞ্চল, বনানী করাইল বস্তি, খিলগাঁও, রামপুরা থানায় প্রায় ৫ হাজার পরিবারে খাদ্য (আটা) সহয়তা দিয়েছি। আগামীতে আমাদের
খাদ্য সামগ্রী সহয়তা অব্যাহত থাকবে। খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার সময় জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, “যে সকল মানুষ স্বল্প আয় করে পরিবার নিয়ে কষ্টে দিনযাপন করছেন তাদের পরিবারের মানুষের মাঝে মাসে মাত্র ২০০ টাকায় চাঁদার মাধ্যমে গণস্বাস্থ্য কর্তৃক সম্পূর্ণ স্বাস্থ্যসেবা পাবেন। তাদের জন্য সাপ্তাহিক সহনীয় সল্প টাকার কিস্তিতে সোলার বিদ্যুত চালিত রিকশা ও ভ্যান গাড়ী বিতরণ করা হবে। ফেরিওয়ালা, হকারদেরকেও স্বল্প সুদে লোন দেওয়া হবে। গনস্বাস্থ্য কেন্দ্র ঢাকায় ২ সিটিতে ২০ হাজার সল্প আয়ের মানুষের মাঝে “বিশেষ গণ স্বাস্থ্যবীমা ও খাদ্য সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

তিনি আরো বলেন, গত ২৫ মে গণস্বাস্থ্য নগর হাসপাতালে উক্ত কর্মসূচি উদ্বোধন করেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, “রিকসা, ভ্যান চালক, ফিরিওয়ালা ও ফুটপাতের দোকানদারদের ছেলেমেয়েদের বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার ব্যবস্থা করবো”।

গণস্বাস্থ্য কেন্দ্রের মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু বলেন,রিকসা চালক, ভ্যান চালক, হকার ও ফুটপাতের স্বল্প আয়ের যারা গণস্বাস্থ্য কেন্দ্রে ‘গণ স্বাস্থ্যবীমা’ করেছেন তাদের এলাকায় গিয়ে সপ্তাহে একদিন বিনামূল্যে অভিজ্ঞ ডাক্তারগণ চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছেন। যাদের
গণস্বাস্থ্য বীমা নাই তাদেরকে মাত্র ২০ টাকা ডাক্তারের চিকিৎসা ফি দিয়ে চিকিৎসা সেবা নিতে পারবেন।

এই কর্মসূচি সমন্বয় করেন গনস্বাস্থ্য কেন্দ্রের গনমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, সহযোগিতায় ছিলেন কলেজ ছাত্রদের সামাজিক সংগঠন
“খুশির ঠিকানা ( আমাদের খুশি তোমাদের মাঝে) ” উপস্থিত ছিলেন শাহজালাল
সিয়াম, সামিত আকিন প্রমূখ। মহাখালী এলাকায় উপস্থিত ছিলেন সমাজ সেবক
মিজানুর রহমান মিজান, বীর মুক্তিযোদ্ধা সেলিম প্রধান, শহিদুল আলম হিরো
প্রমূখ। দক্ষিন সিটির যাত্রাবাড়ী থানার মিরাজীবাগ এলাকায় গণস্বাস্থের পক্ষে খাদ্য ভিতরন করেন স্থানীয় সমাজ সেবক মোজাম্মেল হক মাস্টার ও
গণস্বাস্থ্য কেন্দ্রের বাতেন সরকার প্রমূখ।