সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের অভিযোগে সৌদীর বিশিষ্ট আলেম আওয়াদ আল-কারনির মৃত্যুদন্ড

আপডেট: জানুয়ারি ১৬, ২০২৩
0
সৌদীর বিশিষ্ট আলেম আওয়াদ আল-কারনি

ডেস্ক রিপোর্ট:

সামাজিক মাধ্যমে অ্যাকাউন্ট ও মেসেজিং অ্যাপ ব্যবহারের অভিযোগে সৌদি আরবের একজন বিশিষ্ট আলেমকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আদালতের নথিতে এমনটাই বলা হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়াদ আল-কারনি (৬৫) ‘প্রতিটি বিষয়ে…তার মতাতম প্রকাশের জন্য’ একটি টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করার কথা ‘স্বীকার করেছিলেন’।

রোববার এই তথ্য প্রকাশ করে গার্ডিয়ান।

২০১৭ সালে আলেম, শিক্ষাবিদ, সাংবাদিক, ব্যবসায়ীসহ অন্যান্যদের বিরুদ্ধে দমন অভিযানের সময় কারনিকেও গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে আরো ছিল টেলিগ্রামে অ্যাকাউন্ট খোলা এবং হোয়াটসঅ্যাপ চ্যাটে দেশের ভাবমূর্তি নষ্ট করে এমন খবর শেয়ার করা।

এছাড়া একটি ভিডিওতে মুসলিম ব্রাদারহুডের আন্দোলনের প্রশংসা করার অভিযোগও আনা হয়েছে এই আইন অধ্যাপকের বিরুদ্ধে।

গ্রেফতারের এক বছর পর সালমান ওদাহ ও আলি আল-ওমারির সাথে কারানির মৃত্যুদণ্ডেরও আবেদন জানান।

উল্লেখ্য, সৌদি আরবের তিন আলেম আওয়াদ আল-কারনি, আলি আল-ওমারি এবং সালমান ওদাহের বড় অনুসারী হলো তরুণ সমাজ। তারা মিডিয়া ব্যক্তিত্ব হিসেবেও খুব জনপ্রিয়।

সূত্র : মিডল ইস্ট আই