‘সালাম সালাম হাজার সালাম’ গানের গীতিকার কালজয়ী স্রষ্টা ফজল-এ খোদা’র মৃত্যুতে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শোক

আপডেট: জুলাই ৪, ২০২১
0

রবিবার (০৪ জুলাই) ভোর ৪ টায় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ফজল-এ খোদা
(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শোক বার্তায় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, “তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট কবি, ছড়াকার, কালজয়ী ‘সালাম সালাম হাজার সালম’ গানের স্রষ্ট্রা। এ ছাড়াও তিনি বহু কালজয়ী গানের গীতিকার ছিলেন। দেশাত্মাবোধক, আধুনিক, লোক সংগীত,
এবং ইসলামিক গান লিখে তিনি প্রশংশা কুড়িয়েনে। ঢাকা বেতারের সাবেক এই আঞ্চলিক পরিচালক ছিলেন শিশু কিশোর সংগঠন শাফলা শালুকের প্রতিষ্ঠাতা পরিচালক। তাঁর মৃত্যুতে দেশের সংস্কৃতিক অঙ্গনে এক শূন্যতা সৃষ্টি হলো।

জাফরুল্লাহ চৌধুরী আরো বলেন, বাংলাদেশের ইতিহাসে তাঁর লেখা গান ও বহুবিধ কর্ম এবং দেশের স্বাধীনতা যুদ্ধে অবদান চিরস্মণীয় হয়ে থাকবে।

মরহমের স্ত্রী কথা শিল্পী মাহমুদা করোনা আক্রান্ত হয়ে হাসপাতলে চিকিৎসাধীন আছেন আশু রোগমুক্তির জণ্য রাব্বুল আলামিনের নিকট ডা. জাফরুল্লাহ চৌধুরী দোয়া কামনা করেন।

শোক বার্তায় ডা. জাফরুল্লাহ চৌধুরী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান”।