সাহায্য নিয়ে দুই-একদিনের মধ্যেই বস্তিবাসীদের পাশে দাড়াবে বিএনপি– মীর্জা ফখরুল

আপডেট: জুন ৮, ২০২১
0

মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগার কারণে ক্ষতিগ্রস্তদের স্থায়ী আবাসনের ব্যবস্থা
করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার সকালে সাততলা বস্তি পরিদর্শন শেষে সাংবাদিকদের মাধ্যমে সরকারের কাছে এ আবেদন জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, সরকার বাজেটে মেগা প্রজেক্টের জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করছে। দশ হাজার কোটি টাকার বরাদ্দ হয়ে যায় পঞ্চাশ হাজার কোটি টাকা। অথচ বস্তিবাসীসহ গরিব মানুষদের জন্য সরকারের কোন বাজেটে বরাদ্দ নেই।

তিনি বলেন, আমরা বিএনপির পক্ষ থেকে সীমিত সামর্থ্য অনুযায়ী আপনাদের পাশে দাঁড়াবো। আগামী দুই-একদিনের মধ্যে এ সাহায্য পৌঁছে দেওয়া হবে।

এর আগে মির্জা ফখরুল ক্ষতিগ্রস্ত বস্তি পরিদর্শন করেন এবং বস্তিবাসীদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন। বারবার আগুন লাগার কারণে সরকারের সমালোচনা করেন মির্জা ফখরুল।

এ সময় বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন গত নির্বাচনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, ঢাকা উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।