সিএনএনের এক সাংবাদিক ও তার ক্রুকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা

আপডেট: মে ১৯, ২০২১
0

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক সাংবাদিক ও তার ক্রুকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা। সামাজিকমাধ্যমে এ রকম একটি ভিডিও ভাইরাল হয়েছে।এই প্রতিবেদক লিখেছেন, আজ আমি এক ইসরায়েলি পুলিশ সদস্যের সামনে দিয়ে যাচ্ছিলাম। তখন হাসি দিয়ে তাকে ‘হ্যালো’ বলতেই সে আমাকে অকথ্য ভাষায় গালাগাল দিল।

ভিডিওতে দেখা যায়, সিএনএনের জ্যেষ্ঠ প্রতিনিধি বেন ওয়েডম্যানকে ইসরায়েলি বাহিনী ঘিরে রেখেছে। পরে তাকে সামনে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে। এর আগে সিরিয়া ও ২০১৪ সালে গাজা যুদ্ধের সংবাদ সংগ্রহ করেছিলেন বেন ওয়েডম্যান।

ইসরায়েলি সেনারা তাকে সামনের দিকে ধাক্কা দিলে তিনি বিষণ্ণ মনে হেঁটে যান।
এ সময় বারবার নিজের হাতের আঙুল দেখছিলেন তিনি। তিনি আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

স্কাই নিউজের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিবেদক মার্ক স্টোন ভিডিওটি টুইটারে পোস্ট দিয়েছেন। তিনিও মধ্যপ্রাচ্যে খবর সংগ্রহ করে আসছেন। একই ভিডিওতে দেখা যায়, আরও এক সাংবাদিককে সহিংসভাবে ধাক্কা দিচ্ছে ইসরায়েলি বাহিনী। দখলদার সেনাদের এই আচরণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মন্তব্য করেছেন স্কাই নিউজের প্রতিবেদক।
তিনি বলেন, সবসময়ই তারা আমাদের সঙ্গে এমন আচরণ করেন।