সিলেটে বিএনপির কর্মসূচিতে পুলিশের আপত্তি, প্যান্ডেল তৈরিতে বাধা

আপডেট: মার্চ ৩১, ২০২৩
0

সিলেটে বিএনপির অবস্থান কর্মসূচিতে আপত্তি জানিয়ে প্যান্ডেল নির্মাণে পুলিশের পক্ষ থেকে বাধা দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার দুপুর ২টার দিকে পুলিশ প্যান্ডেল নির্মাণে বাধা দিয়েছে বলে এ অভিযোগ করেন বিএনপির নেতাকর্মীরা।

মহানগর বিএনপির নেতারা জানিয়েছেন, শনিবারের কর্মসূচির ব্যাপারে মহানগর পুলিশকে লিখিতভাবে অবহিত করা হলেও তারা কেউ আপত্তি জানাননি। কিন্তু কর্মসূচির আগের দিন হঠাৎ করে প্যান্ডেল নির্মাণে বাধা দেয়া হয়। বিএনপির কর্মসূচি ঠেকাতে সরকার পুলিশকে ব্যবহার করছে বলেও অভিযোগ বিএনপি নেতাদের।

তবে মহানগর পুলিশ বলছে, শহীদ মিনারে বিএনপির কর্মসূচিতে প্রথমে আপত্তি না জানালেও এখন দেশের পরিস্থিতি বিবেচনায় তাদের কোনো ইনডোরে কর্মসূচি পালন করতে বলা হয়েছে।

পুলিশের বিরুদ্ধে বাধা প্রদানের অভিযোগ জানিয়ে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, গত ২৭ মার্চ এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকে জানানো হয়। তখন তারা কোনো আপত্তি জানায়নি। আমরা যখন সব প্রস্তুতি সম্পন্ন করেছি তখন আমাদের বাধা দেয়া হচ্ছে। আমাদের একেবারে নিরীহ কর্মসূচি ছিলো। কেবল অবস্থান নেয়া। অথচ শহীদ মিনারে আমাদের বসতেও দেয়া হচ্ছে না। সরকার রীতিমতো মগের মুল্লুক সৃষ্টি করেছে।

নাসিম বলেন, পুলিশ বাধা দিলেও আমরা শহীদ মিনারে জড়ো হবে। শহীদ মিনার চত্বরের ভেতরে তারা বসতে না দিলে আমরা সামনে বসে পড়বো। এভাবে হঠাৎ করে তারা আমাদের শান্তিপুর্ণ কর্মসূচিতে বাধা দিতে পারে না।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (সিটিএসবি অ্যান্ড মিডিয়া) সুদীপ দাস দৈনিক নয়া দিগন্তকে বলেন, বিএনপির কর্মসূচিতে বাধা দেয়া হচ্ছে না। কেন্দ্রীয় শহীদ মিনার বা খোলা জায়গায় কর্মসূচি করার অনুমতি নেই। তারা চাইলে কোনো ইনডোরে এ কর্মসূচির আয়োজন করতে পারে।