সৈয়দপুরে হাসপাতালের আইসোলেশনে করোনা রোগীর মৃত্যু

আপডেট: জুলাই ৯, ২০২১
0

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ঃ
নীলফামারীর সৈয়দপুরে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন একজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। ৮ জুলাই বৃহস্পতিবার রাত ১১ টায় এ মৃত্যুর ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম মতিয়ার রহমান (৮০)। তিনি নীলফামারীর ডিমলা উপজেলার রামডাঙ্গার মৃত ফাহিম উদ্দিনের ছেলে।
জানা যায়, তিনি সৈয়দপুর শহরের মুন্সিপাড়া নিমবাগাম এলাকায় ছেলের বাসায় থাকতেন। গত ৬ জুলাই অসুস্থ হলে তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। ৭ জুলাই এএন্টিজেন টেস্টে তার করোনা পজেটিভ সনাক্ত হলে করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেয়া হয়। সেখানে ওই হাসপাতালেরই সিনিয়র স্টাফ নার্স তার ছেলের বউয়ের তত্বাবধানে থাকাবস্থাতেই বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ ওমেদুল হাসান সম্রাট জানান, হাসপাতালের কোভিড-১৯ আইসোলেশন ওয়ার্ডে ১০ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে মতিয়ার রহমান নামের ওই রোগী গতকাল রাতে মারা যান।
এনিয়ে সৈয়দপুরে করোনায় মৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ জন। নীলফামারী জেলায় মোট মৃত ৩৯ জন। গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার) জেলায় ৬২ জন নতুন করোনাক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে সৈয়দপুরের ১৪ জন।