সৌদির জিডিপি প্রবৃদ্ধি এক দশকের সর্বোচ্চে

আপডেট: মে ৬, ২০২২
0

সৌদি আরবের অর্থনৈতিক প্রবৃদ্ধি গত এক দশকে সর্বোচ্চ ছিল। জেনারেল অথরিটি ফর স্ট্যাটিসটিকসের তথ্যমতে, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সৌদির মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৯ দশমিক ৬ শতাংশ ছিল। তেল উৎপাদন বাড়ার কারণেই দেশটির জিডিপি বেড়েছে। খবর আরব নিউজ।

বিশ্বের শীর্ষ তেল উৎপাদক দেশ সৌদি আরব। ওপেক সংস্থারও সব চেয়ে বড় উৎপাদক দেশ সৌদি। গত বছরের তুলনায় দেশটির তেল সম্পর্কীয় কার্যক্রম বেড়েছে ২০ দশমিক ৪ শতাংশ।

এদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আগে থেকেই বিশ্ববাজারে জ্বালানি তেলের ব্যাপক চাহিদা। ফলে দেশগুলো সৌদি আরবের শরণাপন্ন হয়েছে। তেলের চাহিদা বাড়ায় বেশ লাভবান হয়েছে সৌদি আরব। ইউক্রেন সংকটের কারণে ১৯৭৩ সালের পর বিশ্ববাজারে জ্বালানির দাম এবার সর্বোচ্চ স্তর স্পর্শ করেছে। এর সুবিধা ভোগ করছে মধ্যপ্রাচ্যের দেশটি।

অন্যদিকে, তেলবহির্ভূত কার্যক্রম ও সরকারি পরিষেবা যথাক্রমে ৩ দশমিক ৭ শতাংশ ও ২ দশমিক ৪ শতাংশ বেড়েছে।

সৌদি আরবের পিএমআই সমীক্ষায় দেখা গিয়েছে, গত চার বছরে সর্বোচ্চ সম্প্রসারণ হয়েছে দেশটির তেলবহির্ভূত পরিষেবা খাতটি। মূলত কোভিড-১৯ মহামারির প্রকোপ কিছুটা শিথিল হওয়ায় ভোক্তা চাহিদা বেড়েছে। ফলে ব্যবসায়িক কার্যক্রমও বেড়েছে দেশটির। এসবই সৌদির জিডিপিতে অবদান রাখছে।

ভিশন ২০৩০-এর সঙ্গে সামঞ্জস্য রেখেই ব্যবসা বেড়েছে সৌদি আরবের। এর আগে অর্থনৈতিকভাবে আরো সচল করতে ভিশন ২০৩০ পরিকল্পনা ঘোষণা করেছিল সৌদি সরকার।