স্বরাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠানে বেলুন বিস্ফোরণে ৪ সদস্যের তদন্ত কমিটি

আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২২
0

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী বেলুনগুচ্ছ শূন্যে না উড়ে বার বার ভূপাতিত হওয়া ও বিস্ফোরণে আগুন লেগে যাওয়ার কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) উত্তরের উপ-কমিশনার (অপরাধ) আবু তোরাব মো: শামসুর রহমানকে প্রধান করে চার সদস্যের এ কমিটি গঠন করা হয়।

জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে এ বিস্ফোরণে একজন কৌতুক অভিনেতা ও পুলিশের চার সদস্য আহত হন। এ ঘটনায় গুরুতর আহত কলকাতার কমেডি শো মিরাক্কেল অভিনেতা আবু হেনা রনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীনে রয়েছেন। তবে রনিসহ আহতদের বাকি সবাই শঙ্কামুক্ত বলে জিএমপি পুলিশ দাবি করেছে।

অনুষ্ঠান প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধান বক্তা বাংলাদেশ পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদসহ অন্যান্য অতিথিরা উদ্বোধনী মঞ্চ ত্যাগ করার পরপরই এ বিস্ফোরণ ঘটে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে ওই বেলুনগুচ্ছ উড়াতে চাইলে সেটি আকাশে ঊর্ধ্বমুখী না হয়ে বার বারই নিম্মমুখী হয়ে মাটিতে পড়ে যায়। পরে উদ্বোধনের দ্বিতীয় উপকরণ হিসেবে পায়রা উড়িয়ে জিএমপির চতুর্থ বর্ষপূর্তির অনুষ্ঠান উদ্বোধনের পর স্বরাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্য অতিথিরা মূল মঞ্চে আসন গ্রহণ করেন। এর পরপরই ওই বেলুনগুচ্ছ বিকট শব্দে বিস্ফোরিত হয়।

এ ঘটনায় কৌতুক অভিনেতা রনিসহ জেলা পুলিশ লাইনসের একজন, জিএমপি গাছা থানার দু’জন ও টঙ্গী পূর্ব থানার এক কনস্টেবল আহত হন। আহত পুলিশ সদস্যরা ভালো আছেন বলে পুলিশ লাইনস, গাছা ও টঙ্গী পূর্ব থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন।

জিএমপি গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার (মিডিয়া) আবু সায়েম নয়ন আলোচিত ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।