স্বাস্থ্যমন্ত্রীকে ‘নির্লজ্জ’ আখ্যা দিয়ে পদত্যাগের দাবি সংসদে বিএনপির

আপডেট: জুলাই ৩, ২০২১
0

স্বাস্থ্যখাতের বিভিন্ন অনিয়ম, অক্সিজেন সংকটে বিভিন্ন হাসপাতালে মানুষের মৃত্যু, করোনা চিকিৎসায় চরম অব্যবস্থাপনার অভিযোগ তুলে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছে সংসদে।

সংসদের বিরোধীদল জাতীয় পার্টি ও বিএনপির সংসদ সদস্যরার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পদত্যাগ দাবি করেন।এসময় তারা স্বাস্থ্যমন্ত্রীকে ‘নির্লজ্জ’ বলে আখ্যায়িত করেন।

আজ শনিবার (৩ জুলাই) সংসদের পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ দাবি করেন তারা।

বক্তৃতার শুরুতে বিএনপির সংসদ সদস্য গোলাম মুহম্মদ সিরাজ আলোচনার সূত্রপাত ঘটান। বগুড়া-৬ আসনের এমপি সিরাজ বলেন, বগুড়া এখন করোনার হটস্পট। গত তিন দিনে সেখানে ২৪ জন মারা গেছেন। সেখানে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা সংকট।
সংসদে স্বাস্থ্যমন্ত্রী নেই। জেলার তিনটি কোভিড হাসপাতালে করোনা রোগীতে ঠাসা।’