স্বেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলার ৩ টি ইউনিট কমিটি অনুমোদন

আপডেট: এপ্রিল ১৪, ২০২১
0

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সঙ্গে বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিম ও পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের যৌথ সভায় সর্বসম্মতি ক্রমে পটুয়াখালী জেলার ৩টি ইউনিট কমিটি অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। স্বেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলার সভাপতি মশিউর রহমান মিলন এবং সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন এসব কমিটি অনুমোদন করেন।

পটুয়াখালী জেলার অনুমোদিত ইউনিট কমিটি সমূহ :

১.গলাচিপা উপজেলা : আহবায়ক : মুহাম্মদ আলী জিন্নাহ, সদস্য সচিব : মো: ফজলুল হক শাকিল। যুগ্ম আহবায়ক-১. মো: কামরুল হাসান ২.সাইফুল ইসলাম সাইদ ৩.জাহিদুল ইসলাম অভি ৪. মো: সোহেল রানা ৫. মো: মিজানুর রহমান ৬.মো: মেহেদী হাসান মল্লিক ৭ মো: মিজানুর রহমান আশিক ৮.শাহজালাল খান রুবেল ৯. হোসাইন মো: আফজাল সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

২.গলাচিপা পৌর : আহবায়ক : আহসান উদ্দিন পরাগ, সদস্য সচিব : মো: সাইফুল ইসলাম। যুগ্ম আহবায়ক-১.মো: মিজানুর রহমান (হুজুর) ২.মো: মনির মাহমুদ খলিফা ৩.মো: বেল্লাল আকন ৪. মো: রহিম উদ্দিন ৫.মো: দেলোয়ার হোসেন তানভির ৬.মো: জাকির হোসেন সিকদার ৭.মো: হাসান হাওলাদার ৮.বশির রহমান উদয় ৯.মো: জাকির হোসেন খোকন সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৩.দশমিনা উপজেলা : আহবায়ক : যোবায়ের হোসেন আক্কাস, সদস্য সচিব : শাওফাত ইসলাম শাওন। যুগ্ম আহবায়ক-১.আবু তাহের ২.আবদুর রহিম ৩.মো: হাসান রুবেল ৪. মো: আবুল খায়ের ৫.মনিরুল ইসলাম মানিক ৬.মো: ওমর ফারুক ৭. জনি আল-মামুন ৮.মো: কবির হোসেন ৯.মো: আনোয়ার হোসেন বাবু সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

ঘোষিত কমিটির নেতৃবৃন্দকে আগামী ৩ মাসের মধ্যে অধীনস্থ সকল ইউনিয়নের কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হলো।