স্বেচ্ছাসেবক দল মাগুড়া জেলার ৩ টি এবং ঝিনাইদহ জেলার ২ টি ইউনিট কমিটি অনুমোদন

আপডেট: মে ৮, ২০২১
0

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি,খুলনা বিভাগীয় সাংগঠনিক টিম,মাগুড়া জেলা ও ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের সাথে যৌথ সভায় সর্বসম্মতি ক্রমে মাগুড়া জেলার ৩টি এবং ঝিনাইদহ জেলার ২টি ইউনিট কমিটি অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। স্বেচ্ছাসেবক দল মাগুড়া জেলার সভাপতি আশরাফুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক মো: গোলাম জাহিদ এবং ঝিনাইদহ জেলার সভাপতি মো: সাজেদুর রহমান পপপু, সাধারন সম্পাদক মো: রেজাউল ইসলাম নিজ নিজ জেলার কমিটি সমূহ অনুমোদন করেন।

মাগুড়া জেলার অনুমোদিত ইউনিট কমিটি সমূহ :
১. সদর উপজেলা: আহবায়ক: মো: কামরুজ্জামান সুমন , সদস্য সচিব: মো: কামরুজ্জামান জুয়েল। যুগ্ম আহবায়ক-১.এ্যাড. আবু দারদা ২. মো: খাইরুল ইসলাম অশ্রæ ৩. মো: নাসির মৃধা ৪.মো: জাহিদুল ইসলাম ৫. মো: সজিব আলম ৬. মো: জুয়েল রানা ৭. মো:আবু সাঈদ ৮. মো: এসএম শামীম হোসাইন সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

২. মাগুড়া পৌর : আহবায়ক: মো: মারুফ হোসেন,সদস্য সচিব: মো: আলী আহাদ মিঠু । যুগ্ম আহবায়ক-১.মো: ওহিদুল ইসলাম ২.মো: এহসানুল হক পলাশ ৩. রিপন আকাশ অপু ৪. মুন্সি খাইরুল হাবিব ৫. মো: বাহারুল ইসলাম ৬. আরিফুল ইসলাম ৭. মো: রাকিবুল ইসলাম দুর্লভ সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৩. দক্ষিণ মাগুড়া : আহবায়ক: মো: তারিফুজ্জামান রুবেল,সদস্য সচিব: মো: জাকির মৃধা। যুগ্ম আহবায়ক-১.মো: মুন্সী আলমগীর ২ মোঃ স¤্রাট মনির ৩. মোঃ তারিকুল ইসলাম ৪. মোঃ কাজী মাছুদুর রহমান মঈন ৫. মোঃ ফারুক হোসেন ৬. মোঃ সেলিম আজাদ ৭. মো: শাকিল আহম্মেদ সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

ঝিনাইদহ জেলার অনুমোদিত ইউনিট কমিটি সমূহ :

১. শৈলকুপা উপজেলা : আহবায়ক: মোঃ মামুন জোয়ার্দার, সদস্য সচিব: আবু খায়ের খান। যুগ্ম আহবায়ক-১.মো: মুকুল হোসেন ২. মো: খাইরুল ইসলাম ৩.মো: আব্দুল হাকিম জিল্লু ৪.মো: আজিজুর রহমান ছিকা ৫. মোঃ শামছুল আলম বল্টু ৬. মোঃ সাইফুল ইসলাম ৭. মোঃ রনজু আলী ৮ মো: শাহিন আলম ৯. মো: রফিকুল ইসলাম সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

২.শৈলকুপা পৌর: আহবায়ক: মো: সাদিকুর রহমান উটুল, সদস্য সচিব: মোঃ শাহিনুর রহমান শাহিন। যুগ্ম আহবায়ক-১.মো: হাসানুজ্জামান অটল ২. মোঃ আলম মন্ডল ৩. মোঃ জাহিদুল ইসলাম জিকুল ৪. মোঃ জামিরুল ইসলাম ৫. মোঃ জুলফিকার আলী পান্না ৬. মোঃ কাওসার আহমেদ ৭. মোঃ আব্দুল আলিম ৮. মো: বিল্লাল হোসেন ৯ মো: খন্দকার পলাশ সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

ঘোষিত কমিটি সমূহকে আগামী ৩ মাসের মধ্যে অধীনস্থ সকল ইউনিয়নের কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হলো।