স্বেচ্ছাসেবক দল সাতক্ষীরা জেলার ৯ টি ইউনিট কমিটি অনুমোদন

আপডেট: অক্টোবর ২৩, ২০২১
0

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাথে খুলনা বিভাগীয় সাংগঠনিক টিম ও সাতক্ষীরা জেলার নেতৃবৃন্দের যৌথ সভায় সাতক্ষীরা জেলার ৯ টি ইউনিট কমিটি অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম সাতক্ষীরা জেলার ৬টি ইউনিট কমিটি অনুমোদন করেন। এছাড়াও সিদ্ধান্ত মোতাবেক সাতক্ষীরা জেলার কালিগঞ্জ,আশাশুনি ও শ্যামনগর উপজেলা কমিটি কেন্দ্রীয় দপ্তর থেকে অনুমোদন করা হয়।

সাতক্ষীরা জেলার অনুমোদিত ইউনিট কমিটি সমূহ :

১.সাতক্ষীরা সদর উপজেলা : আহবায়ক : গোলাম সরোয়ার, সদস্য সচিব : জাকির হোসেন আফিল যুগ্ম আহবায়ক: ১. সাইদুল ইসলাম হিমু ২. মো: মনিরুল ইসলাম ৩. আহ্সান হাবীব রুবেল, ৪. মো: নিজাম উদ্দিন ৫. মোবাশে^র হোসেন মধু ৬. ইসমাইল হোসেন নিরব ৭. মো: আব্দুস সামাদ ৮. মো: মহাসীন আলম ৯. মো: কামরুল ইসলাম সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

২.সাতক্ষীরা পৌর : আহবায়ক : আলী আহসান খান হাবলু, সদস্য সচিব : শেখ আজিজুর রহমান সেলিম। যুগ্ম আহবায়ক- ১. শিবলুর রহমান ২. মো: আলমগীর হোসেন আলম ৩. মো: রুহুল আমিন পাড় ৪. আব্দুল মাজেদ ৫. আইয়ুব হোসেন ৬. সাইফুল ইসলাম ৭. মো: সালাম সরদার ৮. আমিনুর রহমান ৯. মো: হাফিজুল ইসলাম সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৩.কলারোয়া উপজেলা : আহবায়ক : মোস্তফা বাকী বিল্লাহ শাহী, সদস্য সচিব : আরিফুর রহমান রঞ্জু। যুগ্ম আহবায়ক- ১. মুসা কালিমুল্লাহ কারিম ২. মিরাজ হোসেন ৩. মোশারফ হোসেন ৪. আরিফুল আলম রিপন ৫. মোতাহার হোসেন ৬. আজহারুল ইসলাম ৭. শহিদুল ইসলাম বাবু ৮. রুহুল আমিন খোকন ৯. মামুন কবির সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৪.কলারোয়া পৌর : আহবায়ক : আব্দুস সালাম দিলু, সদস্য সচিব : মো: শামিমুর রহমান দোয়েল। যুগ্ম আহবায়ক- ১. সালমান রতন ২. মো: ইউনুস আলী ৩. মহিদুল ইসলাম মিলন ৪. আলী হোসেন ৫. কামরুজ্জামান ফয়সাল ৬. কাউসার আলী ৭. লিটন হোসেন ৮. শামীমুজ্জামান রনি ৯. মাহবুবুর রহমান রোহান সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৫.দেবহাটা উপজেলা : আহবায়ক : জাহাঙ্গীর কবির পল্টু, সদস্য সচিব : শহিদুল ইসলাম বাবু। যুগ্ম আহবায়ক- ১. সাইদুর রহমান মিন্টু ২. আহম্মদ মোল্লা ৩. মো: ফারুক হোসেন ৪. মো: সাইফুল ইসলাম ৫. আব্দুর রহমান ৬. রিয়াজ কামাল মামুন ৭. জাকিরুল ইসলাম ৮. তরিকুল ইসলাম ৯. মো: আলমগীর কবির সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৬.শ্যামনগর উপজেলা : আহবায়ক : জুলফিকার সিদ্দীক, সদস্য সচিব : মো: নুরুজ্জামান। যুগ্ম আহবায়ক- ১. শেখ শাহারিয়া মাসুদ ২. মো: আরিফুজ্জামান আরিফ ৩. মো: নজরুল ইসলাম বেল্লাল ৪. জিএম আজিজুর রহমান ৫. মো: রেজাউল ইসলাম ৬. মো: আব্দুস সালম ৭. মো: আনিসুর রহমান আনাছ ৮. মোঃ শফিকুল ইসলাম ৯. মো: জহিরুল ইসলাম সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৭.আশাশুনি উপজেলা : আহবায়ক : নূরে আলম সরোয়ার লিটন , সদস্য সচিব : এসএম আশিকুজ্জামান আশিক। যুগ্ম আহবায়ক- ১. মো: হাবিবুল্লাহ হাবিল ২. স.ম আকতারুজ্জামান ৩. নাজমুস শাহাদাত ৪. আব্দুল্লাহ হেল সাগর মজিদ ৫. আব্দুল্লাহ আল মামুন ৬. সাজেদুর রহমান সাজু ৭. এসএম শিমুল হোসেন ৮. মো: জাকির হোসেন মিঠুন ৯. আরিফুল হক হাবলু ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৮.কালীগঞ্জ উপজেলা : আহবায়ক : এসএম সেলিম আহম্মেদ, সদস্য সচিব : কাজী সোহেল। যুগ্ম আহবায়ক- ১. মো: শুকুর আলী ২. মো: আব্দুল হাকিম ৩. মো: সালাউদ্দিন ৪. শেখ আলম ৫. মাহমুদুল হাসান মামুন ৬. মো: শামীম পারভেজ ৭. মো: কাজী শরিফুল ইসলাম ৮. আব্দুল আলীম বাবু ৯. শেখ মহিউদ্দীন সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৯.তালা উপজেলা : আহবায়ক : মোঃ রফিকুল ইসলাম (দাদু) সদস্য সচিব: আবুল কালাম আজাদ যুগ্ম আহবায়ক ১. জি.এম আবু মুহিত ২. নাসিরউদ্দীন ফারুক ৩. এমাদুল সরদার ৪. মোঃ রেজাউল ইসলাম ৫. সিরাজুল ইসলাম ৬. আনিসুর রহমান ৭. মোঃ বায়জিদ মল্লিক ৮. ওসমান গণি (বাবু) ৯. ফরহাদ হোসেন স্বাধীন সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

ঘোষিত কমিটি সমূহকে আগামী ৩ মাসের মধ্যে অধীনস্থ সকল ইউনিয়নের কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হলো।