স্বেচ্ছাসেবক দল সুনামগঞ্জ জেলার ৬ টি ইউনিট কমিটি অনুমোদন

আপডেট: জুন ২৬, ২০২১
0

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাথে সিলেট বিভাগীয় সাংগঠনিক টিম এবং সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের যৌথ সভায় সর্বসম্মতি ক্রমে সুনামগঞ্জ জেলার ৬ টি ইউনিট কমিটি অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। স্বেচ্ছাসেবক দল সুনামগঞ্জ জেলার সভাপতি মো: শামসুজ্জামান ও সাধারন সম্পাদক মো: মনাজ্জির হোসেন এসব কমিটি সমূহ অনুমোদন করেন।

সুনামগঞ্জ জেলার অনুমোদিত ইউনিট কমিটি সমূহ :
১.সুনামগঞ্জ সদর উপজেলা : আহবায়ক : আবুল কাসেম দুলু, সদস্য সচিব: এ্যাড.দিপংকর বণিক সুজিত। যুগ্ম আহবায়ক-১.মুজাব্বির হোসেন অপু ২. ইমরান হোসেন ৩.তানভীর আহমেদ ৪.মঈনুল ইসলাম ৫. আবুল কালাম ইমন ৬.মো: ছাদিকুর রহমান শামীম ৭.আব্বাস আলী ৮. হুমায়ুন আহমদ ৯. ফখরুল ইসলাম ১০. ওমর আলী সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি

২.দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা : আহবায়ক : ফরমান উদ্দিন, সদস্য সচিব: জিয়া উদ্দিন। যুগ্ম আহবায়ক-১. কামাল পারভেজ সাজন ২. জামাল আবু নাসের ৩.সুয়েব আহমদ ৪. আব্দুল হাই আহাদ রাহী ৫.বিশ^জিৎ দে বিরাজ ৬. শাহিনুর আলম তুহিন ৭. আলমগীর হোসেন ৮. শহিদ নূর ৯.বাবুল মিয়া সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি

৩.ছাতক উপজেলা : আহবায়ক : বাকী বিল্লাহ, সদস্য সচিব: আবিদুর রহমান আবিদ। যুগ্ম আহবায়ক-১.মাসুক আহমদ ২. মো: তোফায়েল খান বিপন ৩.আশরাফুল ইসলাম ৪.মো: সুলেমান মিয়া ৫. রাহেল আহমদ ৬.জাহাঙ্গীর আলম রাসেল ৭.হেলাল আহমদ ৮. সাইফুল ইসলাম ৯. মো: হিফজুর রহমান মামুন ১০. রাজু আহমদ সাদ্দাম সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি

৪.ছাতক পৌর : আহবায়ক : মো: আবুল হোসেন, সদস্য সচিব: শংকর কুমার দাস। যুগ্ম আহবায়ক-১.মো: মতিউর রহমান ২.মো: খলিল উদ্দিন ৩.আলাল আহমদ ৪. এম শাহরিয়া তারেক ৫. এড.এ টি এম ফয়সাল ৬. গোলাম দস্তগীর জীবন ৭. মো: সমছু মিয়া ৮. মো: দিলোয়ার হোসেন ৯. মো: রফিক আলী সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি

৫.দোয়ারাবাজার উপজেলা : আহবায়ক : এরশাদুর রহমান , সদস্য সচিব : শামীম পাশা রিগেন। যুগ্ম আহবায়ক-১.মো: হাবিবুর রহমান হাবিব ২. আব্দুল মতিন ৩.রোয়াব আলী ৪. রুবেল আহমদ ৫. মনির উদ্দিন ৬. কাওছার আলম ৭.মো: মোশারফ হোসেন মজুমদার ৮. মো: শুকুর আলী ৯.সাইফুল ইসলাম জনি সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি

৬.বিশ্বম্ভরপুর উপজেলা : আহবায়ক : মোক্তার হোসেন ভূইয়া, সদস্য সচিব: রনেল তালুকদার। যুগ্ম আহবায়ক-১.মিজানুর রহমান ২. সেলিম আহমদ ৩.আল আমিন ৪. সুজা উদ্দিন তালুকদার ৫. দুলাল মিয়া ৬.ইসমাঈল হোসেন ৭. সামছুল আলম ৮. ফজলুর রহমান ৯. মো: আলী হোসেন সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি

ঘোষিত কমিটি সমূহকে আগামী ৩ মাসের মধ্যে অধীনস্থ ইউনিট সমূহে কর্মীসভা করে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হলো ।